আরজি কর কাণ্ডের জেরে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছিল রাজ্যের ভোটারদের একাংশের কাছে। সঞ্জয় রায়ের সাজার রায়কে হাতিয়ার করে সেই ভাবমূর্তি যেন পুনরুদ্ধারের চাল চেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জারি রেখেছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা। এই আবহে কামারহাটির বিধায়ক মদন মিত্র 'টাকা' নিয়ে মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবার উদ্দেশে। আর মদনের সেই মন্তব্যের জবাবে শান্ত ভাষায় কড়া জবাব দিলেন নির্যাতিতার বাবা। (আরও পড়ুন: এই প্রথম! বেসরকারি মহাকাশ অভিযানে পাইলট হবেন ভারতীয় বায়ুসেনার অফিসার)
আরও পড়ুন: 'এতদিন বাংলাদেশে এই ধরনের হুমকি…', কলকাতায় সরস্বতী পুজোয় বাধা? বিস্ফোরক সুকান্ত
উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই সঞ্জয়ের ফাঁসির আবেদন করে উচ্চতর আদালতে চলে যায় রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের এই আগ বাড়িয়ে আচমকা এত তৎপরতাকে মানতে পারেননি নির্যাতিতার মা বাবা। আর তারপরই তৃণমূলের একাধিক নেতা কার্যত রে রে করে ঝাঁপিয়ে পড়েছেন নির্যাতিতার পরিবারের উপর। এমন কিছু মন্তব্য তাঁরা করছেন তা কতটি শোভনীয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক তেমনই মন্তব্য করে নির্যাতিতার বাবাকে আক্রমণ শানিয়েছিলেন মদন মিত্র। (আরও পড়ুন: আচমকাই সাহস বাড়ছে আওয়ামিপন্থীদের, বাংলাদেশে মিছিল বের করল 'নিষিদ্ধ' ছাত্রলিগ)
আরও পড়ুন: জামিনে জেলমুক্তির ১৫ দিন যেতে না যেতেই ২টি বিধানসভা কমিটিতে স্থান পেলেন বালু
মদন বলেছিলেন, 'এতদিন আপনারা প্রত্যেকের কাছে মা-বাবা ছিলেন। এখন নিজেদের উপকৃত করতে, ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাইছেন। বিচারপতি রায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। বরং নির্দেশের বিরুদ্ধে গিয়ে মমতা ফাঁসির আবেদন করেছেন। সেটা কেঁচিয়ে দেওয়ার জন্য আপনাদের বিকাশবাবু, যিনি একজন প্রমাণিত, নির্ভুল মিথ্যেবাদী, আপনাদের মুখে মিথ্যে বসিয়ে দিচ্ছে। বিজেপির কথা। সিপিএমের কথা। তাহলে আপনারা বলুন রাজনীতিতে যোগ দিচ্ছেন। অনেক আসন ফাঁকা আছে। দাঁড়িয়ে যান। তাতে অনেকটা ক্ষতিপূরণ হবে। আপনারা কি ছেলেটির ফাঁসি চান? যদি চান, তাহলে আদালতে গেলেন না কেন? আপনারা মা-বাবা হয়ে দাঁড়াতে পারতেন আদালতের কাছে। ফাঁসি না চাইলে সিবিআইকে বারণ করলেন না কেন? আর যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান, তাহলে কোথায় উপনির্বাচনের খোঁজ করুন। তবে জিততে পারবেন না। চান্স নেই।'
মদনের এহেন মন্তব্যের জবাবে শান্ত অথচ দৃঢ় গলাতে নির্যাতিতার বাবা বলেন, 'মদন মিত্র আসুন না একদিন। আমার ভাইয়ের মতো হবেন। কোনও সাজেশন থাকলে দিন। টাকার পিছনে আমি কোনওদিন দৌড়াইনি। যখন ১০ টাকা পুঁজি ছিল আমার, সেদিনও দৌড়াইনি। আজও দৌড়াইনি। এই কারণে ভগবান আমাকে এমন সুন্দর একটা মেয়ে দিয়েছিল। সমাজ আমার মেয়েটাকে বাঁচতে দেয়নি। আমরা সুবিচার পাবই।'