তৃণমূল কংগ্রেসের এক নেতা শূন্যে গুলি চালাচ্ছেন বলে অভিযোগ। রিষড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো–অর্ডিনেটর প্রশাসকমণ্ডলীর সহকারি চেয়ারম্যান জাহিদ হাসান খান প্রকাশ্যে বন্দুক থেকে গুলি চালিয়েছেন বলে অভিযোগ। এমনকী সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো–তে দেখা গিয়েছে, ওই তৃণমূল কংগ্রেস নেতা জাহিদ হাসান খান বন্দুক থেকে শূন্যে গুলি চালাচ্ছেন বলে অনেকের দাবি। এই ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা অবশ্য কিছু বলতে রাজি হননি। দলের নির্দেশ ছাড়া তিনি এই বিষয়ে মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।
এই ভিডিয়ো কোথায় তোলা হয়েছে তা বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেসের নেতারা। এই বিষয়ে বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল কংগ্রেসের কাছে এটা নতুন কিছু নয়। বন্দুক, পিস্তল নিয়েই ওদের কারবার।’ এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর জেলা সভাপতি স্নেহাশিষ চক্রবর্তী বলেন, ‘ভিডিয়োর সত্যতা যাচাই করতে হবে। যে ছবিটা ভাইরাল হয়েছে তা এখান কার নাও হতে পারে। সেটা সত্যিকারের নাকি খেলনা বন্ধুক সেটা দেখতে হবে।’
এই ঘটনা নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে। ভিডিয়োটি বিজেপির অনেকে শেয়ার করতে শুরু করেছে। তবে গোটা ভিডিয়োটির মধ্যে অন্ধকার পরিবেশ বেশি। তবে কেন এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না জাহিদ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী এই ঘটনা জানাজানি হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য দফতর পর্যন্ত।