তীব্র গরমেও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। বড় কাছারি থেকে ফেরার পথে বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি মোটরবাইক। আর তার জেরে মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই তরুণের। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এই দুই তরুণ বেহালার বাসিন্দা বলেই খবর। আর বেহালায় দুই তরুণের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আজ, বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে বিবিরহাট এলাকায়। এটি দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত।
ঠিক কী ঘটেছে বিবিরহাটে? স্থানীয় সূত্রে খবর, গতকাল বুধবার দুই বন্ধু মোটরবাইকে চেপে বড় কাছারি গিয়েছিল। সেখানে তারা পুজো দিয়েছিল। তারপর আজ বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরছিল তারা। আর এই ফেরার সময়ই ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। এদিন সকালে মোটরবাইকে করে ফেরার সময় হঠাৎই রাস্তার পাশে থাকা একটি বিশাল গাছে গিয়ে ধাক্কা মারে মোটরবাইকটি। ভোরের দিকে মোটরবাইক চালিয়ে ফেরার সময় কোনওভাবে চোখ লেগে গিয়েছিল তাদের। তার জেরেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে বিবিরহাটে বলে মনে করা হচ্ছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃত দুই তরুণের নাম শুভজিৎ মণ্ডল (১৯) ও সৌম্যজিৎ মিশ্র (১৯)। তারা বেহালার ব্যানার্জি পাড়ার বাসিন্দা। সৌম্যজিৎ সরশুনা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। আজ সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। মোটরবাইক চালাচ্ছিল শুভজিৎ। তার মাথায় গুরুতর আঘাত লেগে ছিটকে পড়ে যায়। বেহালার ম্যান্টনে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় শুভজিতের বন্ধু সৌম্যজিতেরও। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আর কী জানা যাচ্ছে? এই দুই তরুণের পরিবারকে খবর দেওয়া হয়েছে। রাস্তাঘাট ফাঁকাই ছিল যখন পথ দুর্ঘটনা ঘটে। তবে কয়েকজন পথচারী দেখতে পেয়ে ছুটে আসেন। আর তাঁরাই খবর দেন পুলিশেও। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ হাসপাতালে পাঠায়। তবে তাদের বাঁচানো যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে ওই দুর্ঘটনাস্থল থেকে কোনও হেলমেট হাতে পায়নি পুলিশ। তাতে সন্দেহ করা হচ্ছে, মাথায় হেলমেট না থাকায় আঘাত বড় আকার নেয় এবং মারা যায় দুই তরুণ বন্ধু।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup