আবার মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়া। রাত ২টো নাগাদ হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী তিন বন্ধুর। এই ঘটনায় এলাকায় তুমুল আলোড়ন দেখা দিয়েছে। কালীপুজো দেখে বাড়ি ফিরছিলেন ১৯ বছরের তিন তরুণ। মোটরবাইকে করে বাড়ি ফেরার সময় শ্যামপুরের কলিয়া মোড়ের কাছে পিছন থেকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় তিনজনের। এই তিন বন্ধুর মাথায় হেলমেট ছিল না। রবিবার এই ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।
ঠিক কী ঘটেছে হাওড়ায়? স্থানীয় সূত্রে খবর, হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরবাইক আরোহী তিন বন্ধুর। শনিবার রাত ২টো নাগাদ কালীপুজো দেখে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু। তখনই শ্যামপুরের কলিয়া মোড়ের কাছে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে মোটরবাইককে। তার জেরে ছিটকে পড়ে মৃত্যু হয় তিনজনের। এই তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। ঘাতক গাড়ির চালক পলাতক। সেটার খোঁজ চলছে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হওয়ায় বোঝা যাচ্ছে গাড়ির গতিবেগ কতটা তীব্র ছিল।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃত তিন বন্ধুর নাম শান্তনু হাতি, বিজয় হাতি এবং কুন্তল দাস। এই তিন বন্ধুই শ্যামপুরের ধান্দালি গ্রামের বাসিন্দা। তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না বলেই এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে। রাত ২টো নাগাদ এই পথ দুর্ঘটনা ঘটেছে। মোটরবাইকের পিছন দিকে ধাক্কা মারতেই তিনজন ছিটকে পড়ে যায় রাস্তায়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আর কী জানা যাচ্ছে? এই তিন বন্ধুর বাড়ি হাওড়ার শ্যামপুরের ধান্দালি গ্রামে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর এই তিনটি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একটি মোটরবাইকে তিনজন আরোহী ছিলেন। যেটা ট্রাফিক আইনের বিরুদ্ধে। তাছাড়া কারও মাথাতেই হেলমেট ছিল না। যার জন্য পিছন থেকে গাড়ি ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় তিনজন বন্ধু। আর মাথায় সজোরে আঘাত পান। তাই ঘটনাস্থলেই মারা যান তিনজন বন্ধু। তবে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গাড়িটি ধাক্কা দিয়ে চম্পট দেয় বেগতিক পরিস্থিতি দেখে।