বাস ও অটো রিকসর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। আহত অন্তত ৫। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ডায়মন্ড হারবার থানা এলাকার কানপুর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। এম টেন রুটের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় রায়দিঘি গামী অটোটির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল M10 রুটের বাসটি। উলটো দিক থেকে আসছিল অটোটি। হটুগঞ্জের কানপুর মোড়ের কাছে বাসটি হঠাৎ বাঁক নিয়ে অটোটির সামনে চলে আসে। প্রবল সংঘর্ষ হয় ২টি গাড়ির। দুর্ঘটনার অভিঘাতে রাস্তা থেকে ছিটকে পাশের ঝোপে গিয়ে পড়ে অটোটি। অটো থেকে ছিটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। তাদের মধ্যে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। ৫ জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়।
নিহতদের মধ্যে প্রতাপ ময়রা (৩০) নামে একজনের পরিচয় জানা গিয়েছে। তিনি হটুগঞ্জের বেরন্দলির বাসিন্দা। আহতদের মধ্যেও অনেকে একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পর পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ঘাতক বাসের চালক পলাতক। বাস যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।