বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল জামুরিয়ায়, দুটি হাত–একটি পা কেটে বাদ গেল খালাসির

ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল জামুরিয়ায়, দুটি হাত–একটি পা কেটে বাদ গেল খালাসির

জামুরিয়ায় পথ দুর্ঘটনা

খালাসি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খুব কঠিন কাজ হয়ে উঠেছে চিকিৎসকদের কাছে। তবে এই ঘটনার পর ওই লরিটির চালক পলাতক। এখনও পর্যন্ত পুলিশ কোনও সন্ধান পায়নি। বিহারের নম্বর প্লেট লাগানো ওই লরি এখানে কেন আসছিল?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ লরিটি খালি ছিল। এমন ঘটনায় পুলিশমহলেও আলোচনা শুরু হয়েছে।

ভয়াবহ পথ দুর্ঘটনায় হাত–পা বাদ গেল এক ট্রাকের খালাসির। এই পথ দুর্ঘটনায় কেটে পড়ে যায় হাত–পা। বীভৎস এই অবস্থা দেখে শিউরে ওঠেন এলাকার মানুষজন। এখন এই খালাসি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। একটি দশ চাকার ট্রাকের খালাসির দুটি হাত ও একটি পা কেটে বাদ যাওয়ার ঘটনায় জোর আলোড়ন পড়ে গিয়েছে জামুড়িয়ায়। জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির বেনালি মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে এমন ঘটনা ঘটেছে বলে খবর।

ঠিক কী ঘটেছে জামুরিয়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, আজ, রবিবার সকালে ঘটে বেনালি মোড়ে দাঁড়িয়েছিল একটি পাথর বোঝাই ট্রাক। তখন ওই পাথর বোঝায় ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে রানীগঞ্জ অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাওয়া একটি বিহারের নম্বর প্লেট লাগানো ১০ চাকা লরি। গাড়ির মধ্যে কোন সামগ্রী ছিল না। এই ঘটনা দেখে অনেকেই ছুটে আসেন। পুলিশে খবর দেওয়া হয়। আর ওই খালাসিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এমন বীভৎস পথ দুর্ঘটনা আগে এখানে ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না।

তারপর ঠিক কী ঘটেছে?‌ এমন ঘটনার কারণ নিয়ে আজ জোর চর্চা শুরু হয়ে গিয়েছে জামুরিয়া জুড়ে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, ট্রাকের চালকের চোখে তন্দ্রা আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণেই এই বীভৎস পথ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে এসে পৌঁছে শ্রীপুর ফাঁড়ির পুলিশ। তারা গোটা ঘটনার তদন্ত করে দেখছে। তারা এদিন এখানে এসে গুরুতর আহত ওই গাড়ির চালক এবং খালাসিকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এখন চিকিৎসা চলছে।

আর কী জানা যাচ্ছে?‌ ওই খালাসি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খুব কঠিন কাজ হয়ে উঠেছে চিকিৎসকদের কাছে। তবে এই ঘটনার পর ওই লরিটির চালক পলাতক। এখনও পর্যন্ত পুলিশ কোনও সন্ধান পায়নি। বিহারের নম্বর প্লেট লাগানো ওই লরি এখানে কেন আসছিল?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ লরিটি খালি ছিল। এমন ঘটনায় পুলিশমহলেও আলোচনা শুরু হয়েছে। রবিবার সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রত্যক্ষ করে হতচকিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। জাতীয় সড়কের ওপর কেন বারবার বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকে?‌ তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাঁদের অভিযোগ, এই লরি–ট্রাক থাকার কারণেই পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। পুলিশ গোটা ঘটনা সরেজমিনে খতিয়ে দেখছে।

বাংলার মুখ খবর

Latest News

বাস চালকদের সঙ্গে ডাক্তারদের 'তুলনা' দেবাংশুর! বিতর্কিত পোস্ট তৃণমূল নেতার তারকা ফুটবলারের থেকে বিপুল অঙ্কের টাকার তোলাবাজি! বিচারের মুখোমুখি পল পোগবার ভাই হাতি খুনের কারণ কী?‌ এবার ময়নাতদন্তের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এবার চিকিৎসক পড়ুয়াদের জন্য নয়া ভাবনা ‘‌অভয়া পাঠশালা’‌, চালু হয়েছে মেদিনীপুরে জেনে নিন সেপ্টেম্বরে কবে থেকে শুরু হচ্ছে পঞ্চক, এ সময়ে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত 'ব, খ, গ… কিন্তু জানি', নিজের 'গালির স্টক' নিয়ে রোদ্দুর রায়কে চ্যালেঞ্জ কুণালের India B বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে', আরজি কর আন্দোলনের মাঝে বিস্ফোরক সুকান্ত ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.