আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল মহেশতলা এলাকায়। এখানের সম্প্রীতি উড়ালপুলে মোটরবাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আর তার জেরে মৃত্যু হয় মোটরবাইক আরোহী যুবকের। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। সম্প্রীতি উড়ালপুলের উপরে ঠিক ডাকঘরের কাছে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এসেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই পথ দুর্ঘটনা নিয়ে চর্চা শুরু করেছেন।
ঠিক কী ঘটেছে মহেশতলায়? স্থানীয় সূত্রে খবর, গাড়িটি কলকাতার দিক থেকে মহেশতলায় আসছিল। আর মোটরবাইকটি মহেশতলার দিক থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ডাকঘর এলাকার কাছে মোটরবাইকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান যুবক। আর গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়। তার জেরে প্রাণে বাঁচেন গাড়ির চালক–সহ যাত্রীরা। কিন্তু মোটরবাইক চালকের আঘাত এতটাই জোরাল ছিল যে, পথেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তবে তা জানার চেষ্টা চলছে। গাড়িটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তবে মোটরবাইকে সরাসরি গাড়িটি ধাক্কা মারেনি বলে দাবি চালকের। বরং মোটরবাইক এসেই গাড়িতে ধাক্কা মারে। যদিও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। পুলিশই মোটরবাইক চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর গাড়িটির চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? ঘাতক গাড়িটি পরীক্ষা করে দেখছে পুলিশ। তাছাড়া এই পথ দুর্ঘটনা কেমন করে ঘটল তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত মোটরবাইক চালকের দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। তবে তাঁর পরিচয় জানা খুব জরুরি। কারণ ওই যুবকের পরিবারের সদস্যদের খবর দিতে হবে। গত মার্চ মাসে পথ দুর্ঘটনার কবলে পড়েন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ছেলে। এছাড়া বেহালা, তারাতলা, সায়েন্স সিটি, চিংড়িঘাটা–সহ নানা এলাকায় পথ দুর্ঘটনা লেগেই আছে। এবার ডাকঘর এলাকায় ঘটল পথ দুর্ঘটনা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup