আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল গ্রামবাংলায়। পাথরপ্রতিমা ব্লকের পঞ্চমের বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে। এই পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। আর আহতের সংখ্যা প্রায় কুড়ি। এমনকী আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একাধিক মানুষ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে জেলায়। একসঙ্গে তিনজনের মৃত্যু হওয়ায় এটাই এখন সেখানে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কেমন করে এই পথ দুর্ঘটনা ঘটল? তার চুলচেরা বিশ্লেষণ শোনা যাচ্ছে গ্রামবাসীদের মুখেই।
এই পথ দুর্ঘটনার পরই পুলিশ, স্থানীয় প্রশাসন এবং গ্রামবাসীরা একসঙ্গে তৎপরতার সঙ্গে উদ্ধারের কাজে নামেন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শোভন পড়ুয়া। আর বাকি দু’জন চন্দ্রকান্ত সি এবং স্ত্রী পার্বতি সি। সবারই বয়স ৩৫ বছরের মধ্যে। তাঁরা ম্যাটাডোরে করে ঝড়খালির দিকে যাচ্ছিলেন। তখনই টায়ার ফেটে গিয়ে ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সজোরে লাইটপোস্টে ধাক্কা মারে। আর তার জেরেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। দেগগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রক্তাক্ত হয়েছে রাস্তা।
আরও পড়ুন: আবাস নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করল পঞ্চায়েত দফতর, ‘বাংলার বাড়ি’ পেতে কী পদক্ষেপ?
স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমা গঞ্জের বাজার এবং গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার আরসিএম নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত। আজ, মঙ্গলবার আরসিএমের একটি সুন্দরবনের কৈখালিতে ভ্রমণমূলক কর্মসূচির ব্যবস্থা করা হয়। আর তাই সেই উদ্দেশে সোমবার বেশি রাতে দুটি ম্যাটাডোরে করে প্রায় পঞ্চাশ জন ক্যানিং ঝড়খালির উদ্দেশ্যে রওনা দেয়। দুটি গাড়ি একই সঙ্গে ছাড়ে। প্রথম গাড়িটি কিছুটা আগে যাবার পর পিছনের গাড়িটির টায়ার ফেটে যায়। তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে এবং উল্টে যায়। তার জেরেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে।
এই পথ দুর্ঘটনা ঘটতেই বিকট শব্দ হয়। তাতে এলাকার মানুষজন দৌড়ে আসে। আর ঘটনাস্থলে উপস্থিত হয় ঢোলাহাট থানার পুলিশ এবং পাথরপ্রতিমা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের এবং প্রশাসনের চেষ্টায় আহত ব্যক্তিদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের প্রাথমিক চিকিৎসা করা হয়। আর ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ডায়মন্ডহারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেশ কয়েকজনকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। আহত এবং মৃত ব্যক্তিরা সবাই পাথরপ্রতিমা থানা এলাকার। ঘটনাটি ঘটে ঢোলা থানা এলাকায়।