মহাকুম্ভ থেকে আনন্দে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু সেই আনন্দ রাতারাতি মাটি হয়ে গেল। কারণ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একসঙ্গে দু’জন পুণ্যার্থীর। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। মহাকুম্ভ মেলায় স্নান করা পবিত্র বিষয়। সাধুসন্তদের মতে এবার বহু যুগ পরে এমন যোগ পড়েছে। যাতে এবারের কুম্ভস্নান অত্যন্ত পবিত্র। তাই দলে দলে পুণ্যার্থীরা পুণ্য অর্জন করতে হাজির হচ্ছেন প্রয়াগরাজে। আর সেখান থেকে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সম্মুখীন হতে হল।
এদিনের পথ দুর্ঘটনায় রাজ্যের দুই পুণ্যার্থীর মৃত্য়ু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দু’জন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুণ্যার্থীদের গাড়িকে পিষে দেয় একটি বেপরোয়া লরি। ঘটনাস্থল বিহারে হলেও যাঁরা মারা গিয়েছেন তাঁরা বাংলার বাসিন্দা। মৃত এবং আহতরা দেগঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে। পথ দুর্ঘটনা যেখানে হয়েছে সেখান থেকে উদ্ধার করে আহতদের সাসারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক আরও দু’জন। ওই দু’জনকে পাটনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শিক্ষিত স্ত্রী নিজের রক্ষণাবেক্ষণের জন্য স্বামীর টাকা দাবি করতে পারে না, পর্যবেক্ষণ ওড়িশা হাইকোর্টের
ওই পুণ্যার্থীরা উত্তর ২৪ পরগনার দেগঙ্গার আমুলিয়া এলাকা থেকে রওনা হন। আর শনিবার প্রয়াগরাজে মহাকুম্ভে যান তাঁরা। ১২ জনের একটি দল একসঙ্গে মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন। সেটা সাফল্যের সঙ্গে করেও ছিলেন। কিন্তু আজ, বুধবার যখন বাড়ি ফিরছিলেন তাঁরা তখন ভোররাতে বিহারের সাসারামের কাছে তাঁদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে একটি লরি। ওই পথ দুর্ঘটনায় দুই মহিলার একসঙ্গে মৃত্যু হয়েছে। একজনের নাম লক্ষ্মী চক্রবর্তী এবং অপরজনের নাম জিতু দাস। মৃত লক্ষ্মী চক্রবর্তী স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির স্ত্রী।
উল্লেখ্য, একদিন আগেই কুম্ভমেলায় গিয়ে পুরুলিয়ার তিনজনের মৃত্যু হয়েছিল। সেটাও পথ দুর্ঘটনা ছিল। মঙ্গলবার ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে প্রয়াগরাজে। মৃতদের নাম— জাগরি মাহাতো (৪৫), আল্পনা মাহাতো (৪৪) এবং কুন্তি মাহাতো (৬৫)। এঁদের বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকায়। বাসটি পার্কিং করা ছিল বলে সবাই বাস থেকে নেমে হাতমুখ ধুচ্ছিলেন। আর ওই তিন মহিলা তখন ওখান দিয়ে রাস্তা পারাপার করতে যাচ্ছিলেন। তখনই তাঁরা এই পথ দুর্ঘটনার কবলে পড়েন। মর্মান্তিক মৃত্যু হয় তাঁদের। এবার দেগঙ্গার বাসিন্দাদের পথ দুর্ঘটনায় মৃত্যু হল।