আচমকা ভেঙে পড়ল রেলের লেভেল ক্রসিং গেট। আর একটু হলেই ঘটে যেতে পারত বড়সর বিপদ। তবে এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও গেট ভেঙে পড়ায় ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। তারফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়ের এলাকার ফুলিয়া স্টেশন সংলগ্ন লেবেল ক্রসিং গেটটি আচমকা ভেঙে পড়ে। তার জেরেই এই বিপত্তি।
আরও পড়ুন: চলন্ত শালিমার এক্সপ্রেসের উপর ভেঙে পড়ল বৈদ্যুতিন পোস্ট, আহত শিশুসহ ৩ যাত্রী
কেন রেল গেটটি ভেঙে পড়ল তা জানা যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলগেটটির বেহাল দশা ছিল। সেই কারণে হঠাৎ এই দিন দুপুরে গেটটি ভেঙে পড়ে। যদিও ঘটনার সময় রেলগেটের নিচে কোনও মানুষ ছিল না। সেক্ষেত্রে বড়সর বিপদ ঘটতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। এই অবস্থায় ফুলিয়া স্টেশন সংলগ্ন ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যে রাস্তার উপর লেভেল ক্রসিং গেটটি ভেঙে পড়েছে সেই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি যাতায়াত করে। একদিকে, এই রাস্তা দিয়ে যেমন রানাঘাট, শান্তিপুরে যাওয়া যায়, অন্যদিকে বাদকুল্লা, তাহেরপুরের সঙ্গে যোগাযোগের অন্যতম মূল রাস্তা হল এই ক্রসিংটি। ফলে ছোট গাড়ির পাশাপাশি প্রতিদিন লরি, বাস প্রভৃতি বড় গাড়িও লেভেল ক্রসিং হয়ে যাতায়াত করে।
এদিনের ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে ফুলিয়ার সঙ্গে তাহেরপুর, বাদকুল্লা যাওয়ার রাস্তা। অভিযোগ, এমনভাবে গেটটি ভেঙে পড়েছে তাতে ওই রাস্তা দিয়ে টোটো, সাইকেল ও বাইক ছাড়া কোনও বড় গাড়ি চলাচল করতে পারছে না। ফলে জনবহুল ওই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।
এই ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের তরফে সব রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। তাছাড়া সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর রেখে আপাতত সেখানে সিভিক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। ইতিমধ্যেই ঘটনায় রেলকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছন রেলের আধিকারিকরা। ভেঙে পড়া রেল গেটটি সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।