বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ডাকাতের নৈতিকতা!‌ মুর্শিদাবাদে গৃহস্থের বাড়িতে ডাকাতি, প্রণাম করে দিল টাকা

ডাকাতের নৈতিকতা!‌ মুর্শিদাবাদে গৃহস্থের বাড়িতে ডাকাতি, প্রণাম করে দিল টাকা

অভিনব ডাকাতির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে

রাতের অন্ধকারে হঠাৎ দু’‌জন ডাকাত হাতে হাঁসুয়া এবং ভোজালি নিয়ে ঢুকে পড়ে। তাঁদের গলায় ধারালো অস্ত্র ধরে হিন্দী ভাষায় বলে ‘‌যা যা আছে সব দিয়ে দিন’‌। প্রাক্তন প্রধানশিক্ষকের ভাই বাঁধা দিলে তাঁকে শৌচালয়ের ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দেয় ডাকাতরা।

ডাকাতের অভিনব ডাকাতি। যা দেখে হতবাক গৃহস্থ। বাড়িতে ঢুকে ডাকাতি করে গৃহস্থের বাজার করা এবং ফিজিওথেরাপি করার টাকা দিয়ে গেল ডাকাতরা। এমনকী বাড়ি ছাড়ার আগে গৃহস্থর পায়ে হাত দিয়ে প্রণামও করে গেল ডাকাতরা। ডাকাতদের এই নৈতিকতা দেখে সর্বস্ব হারানো গৃহস্থ কার্যত হতবাক। এই অভিনব ডাকাতির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ আবাসনে।

ঠিক কী ঘটেছে মুর্শিদাবাদে?‌ স্থানীয় সূত্রে খবর, সোমবার মাঝরাতে ফরাক্কা ব্যারেজ আবাসনের এক শিক্ষকের বাড়িতে ডাকাতি করতে আসে ডাকাতদল। সেখানে ব্যাপক লুঠপাট করার পর এমনই নৈতিকতা দেখিয়েছে তারা। ফরাক্কা ব্যারেজ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও তার ভাই রাতের খাওয়া সেরে বাড়িতে বসে ছিলেন। তখনই সেখানে হাজির হয় ডাকাতদল।

ঠিক কী করল ডাকাতরা?‌ শিক্ষকের পরিবার সূত্রে খবর, রাতের অন্ধকারে হঠাৎ দু’‌জন ডাকাত হাতে হাঁসুয়া এবং ভোজালি নিয়ে ঢুকে পড়ে। তাঁদের গলায় ধারালো অস্ত্র ধরে হিন্দী ভাষায় বলে ‘‌যা যা আছে সব দিয়ে দিন’‌। প্রাক্তন প্রধানশিক্ষকের ভাই বাঁধা দিলে তাঁকে শৌচালয়ের ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দেয় ডাকাতরা।

তারপর ঠিক কী ঘটল?‌ এই পরিস্থিতিতে প্রাক্তন প্রধানশিক্ষক মাথা ঠাণ্ডা রেখে ডাকাতদের বলেন, ‘আমি বরাবর দান করি। তোমাদের টাকা পয়সা চাই তো? দাঁড়াও’। তারপর নিজেই আলমারি থেকে ১৫ হাজার টাকা বের করে আনেন। দুই ডাকাত দুটি মোবাইল নিয়ে নেয়। ডাইনিং টেবিলের উপর থেকে বাজারের জন্য রাখা দেড় হাজার টাকাও তুলে নেয়। ডাকাতি করে বেরনোর সময় একজন প্রাক্তন প্রধানশিক্ষককে পা ছুঁয়ে প্রণাম করে। তখন শিক্ষক ডাকাতদেরকে বলেন, ‘সবই তো নিয়ে যাচ্ছ। যদি বাজার করা এবং ফিজিওথেরাপির জন্য টাকা দাও তো ভাল হয়’। তখন ডাকাতরা বাজার করা এবং ফিজিওথেরাপির জন্য কিছু টাকা ফিরিয়ে দেয়।

বন্ধ করুন