একেই বলে রথ দেখা, কলা বেচা। কিন্তু পুলিশ নড়েচড়ে বসতে সুখ সইল না বেশিদিন। বিয়ে বাড়িতে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পড়ল চোর। শিলিগুড়ির এই ঘটনায় অবাক পুলিশ আধিকারিকরাও।
জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে শিলিগুড়ি শহরে বিয়েবাড়িতে চুরি হচ্ছিল। এরকম একের পর এক অভিযোগ জমা পড়ে বেশ কয়েকটি থানায়। তদন্তে নেমে বি্য়েবাড়ির ভিডিয়ো ফুটেজ ও আসেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন পুলিশ আধিকারিকরা। আর প্রত্যেক জায়গাতেই দেখা যায় এক অনাহুত ব্যক্তি ফিট ফাট পোশাক পরে হাজির রয়েছেন সেই বিয়েবাড়িতে। এর পর আর হিসাব মেলাতে দেরি হয়নি আধিকারিকদের। অভিযুক্তের নাম ও ছবি দিয়ে সন্ধান শুরু করেন তাঁরা। সাফল্য মেলে রবিবার রাতে।
রবিবার রাতে এক সেনা আধিকারিকের কাছ থেকে ফোন পান এক পুলিশ আধিকারিক। সেনা আধিকারিক তখন ছিলেন এক বিয়েবাড়িতে। সেখানেই মনোজ চৌধুরী নামে ওই ব্যক্তিকে দেখা গিয়েছে বলে জানান তিনি। সঙ্গে সঙ্গে বিয়েবাড়িতে পৌঁছয় পুলিশ। হাতে নাতে পাকড়াও করে মনোজকে।
জেরায় ধৃত জানিয়েছে, রং মিস্ত্রির কাজ করে সে। সম্প্রতি বিয়েবাড়িতে চুরির পরিকল্পনা আসে তার মাথায়। সেজন্য ঝকঝকে জামা কাপড় কেনে সে। সেই পোশাক পরে ফিট ফাট হয়ে সেজে সে পৌঁছে যেত বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়ার পরে সুযোগ বুঝে বিয়েবাড়িতে থাকা দামি সামগ্রী বা উপহার নিয়ে চম্পট দিত। বেশ কয়েক জায়গায় এভাবে হাতসাফাই করেছে অভিযুক্ত।