বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমার চোখের সামনে ভেসে উঠল ছেলের দেহ, হাওড়ায় সুইমিং পুলে মৃত্যুতে দাবি মায়ের

আমার চোখের সামনে ভেসে উঠল ছেলের দেহ, হাওড়ায় সুইমিং পুলে মৃত্যুতে দাবি মায়ের

বিদীপ্ত ঘোষ।

তাঁর দাবি, অন্যান্যদিন কম জলে বিদীপ্তকে সাঁতার কাটানো হলেও গতকাল বেশি জলে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে সুমিং পুলের অন্য প্রান্তে নিয়ে যান প্রশিক্ষক। তার পর গভীর জলের দিকে সাঁতার কাটতে থাকে বিদীপ্ত।

হাওড়ায় সুইমিং পুলে ডুবে বালকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হল পরিবার। মৃত বিদীপ্ত ঘোষের মায়ের দাবি, প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁর ৯ বছরের ছেলের। শুক্রবার বিকেলে ওই ঘটনার পর থেকেই বন্ধ সুইমিং পুল। ঘটনার তদন্ত করছে চ্যাটার্জিহাট থানার পুলিশ।

বিদীপ্তর মা জানিয়েছেন, শুক্রবার বিকেলে একসঙ্গে প্রায় ৩৫টি শিশু কিশোর সুইমিং পুলে সাঁতার কাটছিল। তখনই হঠাৎ নিখোঁজ হয়ে যায় বিদীপ্ত। কিছুক্ষণের মধ্যে ভেসে ওঠে সে। তখন সুইমিং পুলের অন্য প্রান্তে ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে প্রশিক্ষক বিদীপ্তকে জল থেকে তুলে ধরেন। ততক্ষণে নিথর হয়ে গিয়েছে তার দেহ। এর পর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

তাঁর দাবি, অন্যান্যদিন কম জলে বিদীপ্তকে সাঁতার কাটানো হলেও গতকাল বেশি জলে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে সুমিং পুলের অন্য প্রান্তে নিয়ে যান প্রশিক্ষক। তার পর গভীর জলের দিকে সাঁতার কাটতে থাকে বিদীপ্ত। কিছুক্ষণ পর অন্য শিশুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রশিক্ষক। তখনই ডুবে যায় ৯ বছরের এই কিশোর। 

শনিবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, বন্ধ রয়েছে প্রশিক্ষণ। সুইমিং পুলে কোথাও নেই সিসিটিভি। এমনকী জলের গভীরতা কোথায় কতটা তাও লেখা নেই পুলে। 

তবে সুইমিং পুলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্বামীজি সংঘের সচিব তপন দাস বলেন, এই মৃত্যুতে আমাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা ঠিক নয়। ঘটনার সময় পুলে ৭ জন প্রশিক্ষক ছিলেন। তাছাড়া প্রত্যেক শিশুর অভিভাভক সাঁতার শেখানোর সময় পুলের পাশেই থাকেন। ফলে যদি শিশুটি ডুবে গিয়ে থাকে তাহলে তো সেটা সবার আগে তার মায়ের চোখে পড়ার কথা। শিশুটি ৩ মাস ধরে সাঁতার কাটছে। ওর তো সাঁতার শিখে গিয়েছিল। অন্য কোনও শারীরিক অসুস্থতার জন্য ওর মৃত্যু হয়েছে। 

 

বাংলার মুখ খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.