বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘ফুচকা ভাজতে গিয়ে’ সিলিন্ডারে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল

‘ফুচকা ভাজতে গিয়ে’ সিলিন্ডারে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল

বৃহস্পতিবার সিলিন্ডার বিস্ফোরণের জেরে দেগঙ্গায় একটি বাড়ির টালির চাল উড়ে যায়। নিজস্ব চিত্র

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফুচকা ভাজছিলেন দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি হাফিজুল ইসলাম। LPG ওভেন জ্বালিয়ে ফুচকা ভাজছিলেন তিনি। তখনই কোনও কারণে সিলিন্ডারে আগুন ধরে যায়।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল ৩টি বাড়ির চাল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঝিকরা এলাকায়। ঘটনায় ২ জন আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফুচকা ভাজছিলেন দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি হাফিজুল ইসলাম। LPG ওভেন জ্বালিয়ে ফুচকা ভাজছিলেন তিনি। তখনই কোনও কারণে সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন হাফিজুল। এর পর স্ত্রী - সন্তান ও মা - বাবাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ঘরে থাকা তিনটি সিলিন্ডারে একে একে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে উড়ে যায় বাড়ির চাল।

ঘটনাস্থলে দেগঙ্গা থানার বিশাল পুলিশবাহিনী, বিডিও ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৌছন। এই ঘটনায় আহত হয়েছেন তিন জন।পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় নেতৃত্ব।

 

বন্ধ করুন