বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Roopa Ganguly on Sukanya Mondal: ‘অনুব্রতর মেয়ে দোষ করেনি’, কেষ্টকে তুলোধোনা করে সুকন্যার পাশে দাঁড়ালেন রূপা

Roopa Ganguly on Sukanya Mondal: ‘অনুব্রতর মেয়ে দোষ করেনি’, কেষ্টকে তুলোধোনা করে সুকন্যার পাশে দাঁড়ালেন রূপা

রূপা গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি।

গতকাল কেষ্টর গড়ে মিছিল করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। মিছিল শেষে তিনি অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘বীরভূমে সাধারণ মানুষ জানতেন না অনুব্রত কতগুলি ডাম্পারের মালিক। উনি মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে বালি খাদান, গরু পাচার সমস্ত অপরাধের সঙ্গেই যুক্ত।’

গরু পাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই তাঁর মেয়ে সুকন্যার নাম উঠে এসেছে। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে টেট না পাস করেই তিনি প্রাথমিক স্কুলে চাকরি করছেন। এমনকী স্কুলে না গিয়েই বেতন পাচ্ছেন। এবার কার্যত সুকন্যা মণ্ডলের পাশে দাঁড়িয়ে তিনি ‘কোন দোষ করেননি’ বলেই মন্তব্য করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

গতকাল কেষ্টর গড়ে মিছিল করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। মিছিল শেষে তিনি অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘বীরভূমে সাধারণ মানুষ জানতেন না অনুব্রত কতগুলি ডাম্পারের মালিক। উনি মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে বালি খাদান, গরু পাচার সমস্ত অপরাধের সঙ্গেই যুক্ত। বীরভূমে এমন কোনও মানুষ নেই যে তার নামে কাঁপেন না।’ এরপরেই তিনি বলেন, ‘বাবা কোটি-কোটি টাকা করেছে আর তার ফল ভুগতে হচ্ছে বেচারা ছেলেমেয়েদের। অনুব্রতর মেয়ে তো কোনও দোষ করেনি। দোষ করেছে ওর বাবা।’

এদিন মিছিলে অনুব্রতর বিরুদ্ধে ‘গরু চোর’ স্লোগান তোলেন বিজেপির কর্মী সমর্থকরা একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রুপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যে যে পুলিশ মন্ত্রীর পাহারাতে এই ধরনের চুরির ঘটনা ঘটছে তাকে এই ধরনের কথা শুনতেই হবে।’ অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নারদা কাণ্ডে জড়িত থাকার প্রশ্নে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আদালতে জনস্বার্থ মামলা করুন। আদালত ডাকলেই সবাইকে যেতে হবে।’

বন্ধ করুন