বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad: প্রেমের টানে চাকরি ছেড়ে মুর্শিদাবাদে রাশিয়ার তরুণী! বাঙালি রীতি মেনে হল বিয়ে

Murshidabad: প্রেমের টানে চাকরি ছেড়ে মুর্শিদাবাদে রাশিয়ার তরুণী! বাঙালি রীতি মেনে হল বিয়ে

মুর্শিদাবাদের বর এবং রাশিয়ার কনে। 

সহস্রাংশু মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দির তাঁতিপাড়ার বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থার কর্ণধার। সুদূর রাশিয়া থেকে আলেকজান্দ্রা মুর্শিদাবাদে এসেছেন কাছের মানুষটিকে বিয়ে করার জন্য। এমনকি তিনি চাকরিও ছেড়ে দিয়েছেন। তবে তিনি একা মুর্শিদাবাদে আসেননি। তাঁর সঙ্গে এসেছিলেন তাঁর মা।

প্রেম কোনও সীমানার বেড়াজাল মানে না, প্রেমের কোনও ভাষাও হয় না। বিদেশিনীর প্রেমে পড়া নতুন কিছু নয়। অতীতে বিভিন্ন বিদেশিনীকে প্রেমের টানে ভারতে আসতে দেখা গিয়েছে। এবার প্রেমের টানে মুর্শিদাবাদে এসে হাজির হলেন রাশিয়ার তরুণী আলেকজান্দ্রা ইভানোভা। নিজের সংস্কৃতি ধর্ম, সংস্কৃতি ছেড়ে আপন করে নিয়েছেন কাছের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য। ছাঁদনাতলায় দাঁড়িয়ে লাল বেনারসি আর মুকুট পরে সাত পাকে বাঁধা পড়লেন মুর্শিদাবাদের সহস্রাংশু সিংহের সঙ্গে।

পেশায় অর্থনীতিবিদ আলেকজান্দ্রা রাশিয়ার নোভোসিবির্স্কের বাসিন্দা। তিনি সাইবেরিয়ান রেলওয়েতে কাজ করতেন । ২০১৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আলেকজান্দ্রার সঙ্গে পরিচয় হয় সহস্রাংশুর। প্রথম পরিচয়েই একে অপরকে ভালো লেগে যায়। আর তার পরেই প্রেমের সম্পর্কে বাঁধা পড়েন দুজনেই। শেষে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সামাজিক নিয়ম মেনে তাঁরা একে অপর সঙ্গে বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সহস্রাংশু মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দির তাঁতিপাড়ার বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থার কর্ণধার। সুদূর রাশিয়া থেকে আলেকজান্দ্রা মুর্শিদাবাদে এসেছেন কাছের মানুষটিকে বিয়ে করার জন্য। এমনকি তিনি চাকরিও ছেড়ে দিয়েছেন। তবে তিনি একা মুর্শিদাবাদে আসেননি। তাঁর সঙ্গে এসেছিলেন তাঁর মা। এর পর এখানে একেবারে বাঙালি রীতি মেনে রাশিয়ার কনের সঙ্গে এবং বাঙালি বরের বিয়ে হয়েছে। তাঁর মাও বাঙালি বিয়ে উপভোগ করার পাশাপাশি বাঙালির ভোজ উপভোগ করেছেন। বিদেশিনীকে বউ বলে মেনে নিয়েছে সহস্রাংশুর পরিবার। হয়তো পরিবারের লোকেদের কথা ঠিকমত বুঝতে পারছেন না ওই তরুণী। তবে তাঁদের মধ্যে ভাব বিনিময়ে সাহায্য করছে সহস্রাংশু।

বন্ধ করুন