রাজ্যে মিড ডে মিল প্রকল্প নিয়ে একের পর এক অভিযোগ ওঠার পর রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। জেলায় জেলায় পরিদর্শনে যাচ্ছেন না। তবে তাতে বন্ধ নেই অভিযোগের ধারা। মঙ্গলবার খিচুড়িতে আরশোলা আবিষ্কারের পর বুধবারও উঠল চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সাগরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রাঁধুনিদের বেতন দিতে শিশুদের ডিম ও সবজি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এর পরই এলাকায় ছড়িয়েছে বিক্ষোভ।
সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে রাধাকৃষ্ণপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিলের রাঁধুনিদের বেতন দিতে শিশুদের একদিন ডিম ও সবজি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। শিশুদের ডিম ও সবজির টাকায় মেটানো হবে রাঁধুনিদের বেতন। এই কথা জেনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।
তাঁদের প্রশ্ন, মিড ডে মিলের রাঁধুনিদের জন্য তো কেন্দ্রীয় সরকার টাকা পাঠায়? সেই টাকা তাহলে গেল কোথায়? শিশুদের মুখের গ্রাস কেড়ে কেন বেতন দেওয়া হবে রাঁধুনিদের। এর পিছনে দুর্নীতি রয়েছে বলে দাবি করেন তাঁরা। যদিও এব্যাপারে ব্লক বা জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।