উপনির্বাচনে তৃণমূলের হারের পর রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সাগরদিঘির মানুষ। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে অবস্থানে বসল কংগ্রেস। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভেন্দু অধিকারী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গঙ্গায় নিক্ষেপ করার ডাক দেন তিনি।
কংগ্রেসের অভিযোগ, গত মাসে সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকে সেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না সাধারণ মানুষ। তৃণমূল নেতারা বলে বেড়াচ্ছেন, তৃণমূলকে ভোট না দেওয়ায় ভাতা আর পাওয়া যাবে না। অবিলম্বে ভাতা চালুর দাবিতে এদিন সাগরদিঘি ২ নম্বর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে কংগ্রেস।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘মুর্শিদাবাদের মানুষ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা’ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত। সাগরদিঘির বুকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না বলে তৃণমূল ঘোষণা করেছে। রমজান মাসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজ নেই। মুখ্যমন্ত্রী, দাবি আমরা আদায় করে ছাড়ব। টাকা আপনার বাবার নয়। মানুষের টাকা মানুষকে দিতে হবে।
তাঁর দাবি, সাগরদিঘির মানুষ যেদিন থেকে কংগ্রেসকে ভোট দিয়েছে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গতকাল তাদের নেতা বাঁকুড়া গিয়ে বলেছেন, তৃণমূলকে ভোট না দিয়ে পাপ করেছেন।
তিনি বলেন, কেউ যদি মনে করে ভোটে জিতে আমার মাথায় সিং গজিয়ে গিয়েছে তাহলে মানুষ যে শিং ভেঙে দেয় সাগরদিঘির ভোট তার প্রমাণ। দিদি আপনি চিন্তা করবে না, আপনাদের শিং ভেঙে গঙ্গার দলে নিক্ষেপ করা হবে।