বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভোটগ্রহণ শেষ হতেই সাগরদিঘিতে BJP-র জয়ের সম্ভাবনা সাগরে ভাসালেন দিলীপ ঘোষ

ভোটগ্রহণ শেষ হতেই সাগরদিঘিতে BJP-র জয়ের সম্ভাবনা সাগরে ভাসালেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ (HT_PRINT)

দিলীপবাবু বলেন, ‘অনেকগুলো দল আছে, কে জেতে দেখি। বিজেপি ২ নম্বরে ছিল, ২ নম্বরে থাকারই সম্ভাবনা আছে। সাগরদিঘিতে আমাদের জেতার সম্ভাবনা কম’।

সাগরদিঘি উপনির্বাচনে একদিকে যখন জয়ের ব্যাপারে প্রত্যয়ী কংগ্রেস তখন ভোটগ্রহণ শেষ হতেই কার্যত হার মেনে নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, সাগরদিঘিতে আমাদের জেতার সম্ভাবনা কম।

এদিন দিলীপবাবু বলেন, ‘অনেকগুলো দল আছে, কে জেতে দেখি। বিজেপি ২ নম্বরে ছিল, ২ নম্বরে থাকারই সম্ভাবনা আছে। সাগরদিঘিতে আমাদের জেতার সম্ভাবনা কম’।

ওদিকে এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘উপনির্বাচনে সাধারণ মানুষ ভোট দিচ্ছে। তৃণমূলের সন্ত্রাস, তাতে পুলিশের মদত, সব কিছুকে উপেক্ষা করেও সাধারণ মানুষ নিজে ভোট দিতে বুথের দিকে রওনা দিচ্ছে। কংগ্রেস জয়ের ব্যাপারে নিশ্চিত। কিছু তৃণমূল ও বিজেপি সমর্থকও কংগ্রেসকে ভোট দিচ্ছে। এখন দেখার বিষয় ব্যবধান কত হয়। সাগরদিঘি নির্বাচনে কংগ্রেস জয় নিশ্চিত করে ফেলেছে।’

কংগ্রেসের জয়ের ব্যাপারে একই রকম প্রত্যয়ী ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। এদিন বারুইপুর আদালতে পেশের সময় তিনি বলেন, ‘ভোট হতে দেবে তো? ঠিকঠাক ভোট হলে বিধানসভায় আরও একজন আমার সঙ্গে যুক্ত হবেন।’

সোমবার মুর্শিদাবাদে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন চলছে। এই নির্বাচনে লড়াই হচ্ছে ত্রিমুখি। তৃণমূল ও বিজেপির পাশাপাশি প্রার্থী দিয়েছে বাম – কংগ্রেস জোট।

 

বন্ধ করুন