বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sagardighi Model: সাগরদিঘিতে বাইরনের কুশপুতুল দাহ, MLA কলকাতায় গেলেই দলবদলের আতঙ্কে ভুগত কংগ্রেস

Sagardighi Model: সাগরদিঘিতে বাইরনের কুশপুতুল দাহ, MLA কলকাতায় গেলেই দলবদলের আতঙ্কে ভুগত কংগ্রেস

বাইরনের কুশপুতুল দাহ মুর্শিদাবাদে।

বাইরনের প্রতি ক্ষোভ একেবারে ঝড় হয়ে আছড়ে পড়ছে মুর্শিদাবাদে। কংগ্রেসের নীচুতলার কর্মীদের একাংশের মতে, দলের নেতা কর্মীরা একেবারে জান লড়িয়ে খেটেছিলেন বাইরনের জন্য। এটা ছিল কংগ্রেসের মর্যাদার লড়াই। কিন্তু সেই কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাইরন তৃণমূলে চলে গেলেন।

কেউ বলছেন মীরজাফর বিশ্বাস। কেউ বলছেন বিশ্বাসঘাতক বাইরন বিশ্বাস।কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন কংগ্রেস প্রোডাক্ট তৈরি করেছে। তৃণমূল কিনেছে। এদিকে সাগরদিঘি মডেলকে কার্যত ডুবিয়ে দিয়ে তৃণমূলে চলে গিয়েছেন বাইরন বিশ্বাস। কংগ্রেসের একদা গড় মুর্শিদাবাদে এনিয়ে একেবারে চরম শোরগোল। ক্ষোভে ফুঁসছেন কংগ্রেস কর্মীরা। এবার বাইরন বিশ্বাসের কুশপুতল দাহ করলেন কংগ্রেস কর্মীরা। তাঁর ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে দেওয়া হল। উঠল অধীর চৌধুরী জিন্দাবাদ স্লোগান।

বাইরনের প্রতি ক্ষোভ একেবারে ঝড় হয়ে আছড়ে পড়ছে মুর্শিদাবাদে। কংগ্রেসের নীচুতলার কর্মীদের একাংশের মতে, দলের নেতা কর্মীরা একেবারে জান লড়িয়ে খেটেছিলেন বাইরনের জন্য। এটা ছিল কংগ্রেসের মর্যাদার লড়াই। কিন্তু সেই কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাইরন তৃণমূলে চলে গেলেন। তবে জেতার পর থেকেই তিনি দো টানায় ভুগছিলেন, তৃণমূলের সম্পর্কে সুর নরম করছিলেন। সেক্ষেত্রে তিনি কতদিন বাম-কংগ্রেস জোটে থাকবেন তা নিয়ে সংশয়টা ছিলই। তবে তিন মাসের মধ্যেই এভাবে তৃণমূলে ভিড়ে যাবেন এটা অবশ্য বুঝতে পারেননি অনেকেই।

সোমবার সাগরদিঘি ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। বাইরন বিশ্বাসের কুশপুতুল দাহ করা হয়। সাগরদিঘি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিদুল রহমান জানিয়েছেন, কংগ্রেস কর্মীরা তার সঙ্গে যাননি। তবে এটা দেখে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তবে কংগ্রেস কর্মীরা দিনের পর দিন বাইরনের জন্য খেটেছেন। বাড়ি ছাড়া হয়েছেন। কেস খেতে হয়েছে। তবু তাঁরা ময়দান ছেড়ে যাননি। সেই আবেগ তো থাকবেই। কংগ্রেসের টিকিটে জেতার পরে এই দল পরিবর্তন ভাবা যায় না। অনেকেই কুশপুতুল দাহ করছেন।

শাহিদুল বলেন, বিধায়ক বলেছেন, ব্যক্তি বাইরন বিশ্বাস জিতেছেন। তিনি এবার প্রতীক ছাড়া জিতে দেখান। আপনাকে অনুরোধ করছি আপনি দল ছেড়ে দিন।তবে ভাবছিলাম আর যাই হোক বাইরন দল পরিবর্তন করবেন না। কংগ্রেস নেতার বক্তব্য, বিধায়ক কলকাতায় গেলেই ভয় লাগত। এই হয়তো তৃণমূলে চলে যাবে। অধীর চৌধুরীকেও বলেছিলাম, উনি শুধু দলে থাকুন। বাকিটা আমরা দেখে নেব।

 

বাংলার মুখ খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.