পাতৌদির নবাব সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় ধৃত অভিযুক্ত সরিফউল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস ওরফে বিজে-কে ইতিমধ্যে বাংলাদেশি বলে ঘোষণা করেছে মুম্বই পুলিশ। শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের ঠানে থেকে তাকে গ্রেফতার করেন মুম্বই পুলিশের আধিকারিকরা। ৩০ বছরের ধৃত বাংলাদেশি যুবককে নিয়ে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নদিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছিল অভিযুক্ত সরিফউল।’
সুকান্তবাবু বলেন, ‘দিদির অনুপ্রেরণা। নদিয়া দিয়ে ঢুকিয়ে চালান করে দিয়েছে। সইফ আলি খানের উপর এই আক্রমণ শুনে তো বিরোধীরা লাফিয়ে উঠেছিল। বলছিল, আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাজ্য হয়ে গেছে। মুসলিমদের কোনও সুরক্ষা নেই। ধরা পড়ল কে দেখলেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সইফের পিছনে চাকু গেঁথেছে। ইন্ডি জোটের এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা উচিত।’
বলে রাখি, ধৃত সরিফউলের কাছ থেকে কোনও ভারতীয় নথি পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন ধৃত যুবক বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে মুম্বই আসে। মুম্বই এসে নিজের নাম বদলে বিজয় দাস করে ফেলে সে। এর পর পরিচারকের কাজ নেয় সে। মুম্বই ও লাগোয়া বেশ কয়েকটি জায়গায় গত ৫ মাস ধরে পরিচারকের কাজ করেছে সরিফউল।