বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > CBIএর চার্জশিট পেশের দিনই আসানসোল জেলের ভিতরে সায়গল হোসেনকে গ্রেফতার করল ED

CBIএর চার্জশিট পেশের দিনই আসানসোল জেলের ভিতরে সায়গল হোসেনকে গ্রেফতার করল ED

ধৃত সায়গল হোসেন। ফাইল ছবি

ইডি সূত্রে জানা গিয়েছে, সায়গল হোসেনের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। মাত্র কয়েক হাজার টাকা বেতন পান রাজ্য পুলিশের কন্সটেবল সায়গল। এই আয়ে তিনি কী করে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন তা সায়গলের কাছে জানতে চান গোয়েন্দারা।

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল ইডি। শুক্রবার আসানসোল জেলে প্রায় ৪ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করেন ইডির গোয়েন্দারা। আজই তাঁকে আসানসোল আদালতে পেশ করা হতে পারে বলে খবর।

শুক্রবারই গরুপাচার মামলায় আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে অনুব্রত ও সায়গলের বিপুল সম্পত্তির উল্লেখ রয়েছে। আর এদিনই তাঁকে জেরা করতে দিল্লি থেকে আসানসোল পৌঁছন ইডির গোয়েন্দারা। সেখানে প্রায় ৪ ঘণ্টা সায়গলকে জেরা করেন তাঁরা। ইডি সূত্রে খবর, জেরায় সহযোগিতা করছিলেন না সায়গল।

‘বাঁচাও বাঁচাও’ আর্ত চিৎকার, মুরারিপুকুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যুতে নয়া মোড়

ইডি সূত্রে জানা গিয়েছে, সায়গল হোসেনের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। মাত্র কয়েক হাজার টাকা বেতন পান রাজ্য পুলিশের কন্সটেবল সায়গল। এই আয়ে তিনি কী করে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন তা সায়গলের কাছে জানতে চান গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়েন্দাদের প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছিলেন সায়গল। বেশ কিছু ক্ষেত্রে তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন।

ইডি সূত্রে জানা গিয়েছে, সাগলের নামে ও বেনামে আরও সম্পত্তি উদ্ধার বাকি রয়েছে। এছাড়া গরুপাচারের টাকা কার কার কাছে পৌঁছত তাও সায়গলের থেকে জানতে চান তাঁরা।

এদিন বেলা ২টো নাগাদ সায়গলকে জেলের ভিতরেই হেফাজতে নেন ইডির গোয়েন্দারা। এর পর তাঁকে আসানসোল আদালতে পেশ করার তোড়জোড় শুরু হয়েছে। তবে পুজোর ছুটি উপলক্ষে আদালতে চালু হয়েছে শুধু অবকাশকালীন বিচারালয়। ফলে আপাতত সোমবার পর্যন্ত সায়গলের হেফাজত পেতে পারে ইডি।

 

বন্ধ করুন