বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Santragachi Digha Trains: সপ্তাহান্তে দিঘায় ঘুরতে যাবেন? আগামী দেড় মাস ৪ স্পেশাল ট্রেন চলবে, দেখুন সময়

Santragachi Digha Trains: সপ্তাহান্তে দিঘায় ঘুরতে যাবেন? আগামী দেড় মাস ৪ স্পেশাল ট্রেন চলবে, দেখুন সময়

সাঁতরাগাছি-দিঘা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Southern Railway)

Santragachi-Digha Trains: সাঁতরাগাছি-দিঘা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। চলতি সপ্তাহ থেকেই সেই দুই জোড়া ট্রেন (চারটি ট্রেন) চালানো শুরু হবে। কবে, কখন ছাড়বে, কোন কোন স্টেশনে দাঁড়াবে, তা দেখে নিন -

সপ্তাহান্তে দিঘায় ঘুরতে যাবেন? সেজন্য প্রায় দেড় মাস গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। মোট দুই জোড়া ট্রেন চালানো হবে। কখন সাঁতরাগাছি/দিঘা থেকে সেই বিশেষ ট্রেন ছাড়বে এবং সাঁতরাগাছি/দিঘায় পৌঁছাবে, তা দেখে নিন -

০২৮৪৭ সাঁতরাগাছি-দিঘা সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন

আগামী শনিবার (২৮ মে) থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত সেই সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতি শনিবার সকাল ৯ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়বে। দিঘায় পৌঁছাবে বেলা ১২ টা ৪৫ মিনিটে।

০২৮৪৮ দিঘা-সাঁতরাগাছি সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন

ফিরতি পথে প্রতি শনিবার দুপুর ১ টা ১০ মিনিটে দিঘা থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৫০ মিনিটে পৌঁছাবে সাঁতরাগাছিতে। ২৮ মে থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হবে।

০২৮৯৭ সাঁতরাগাছি-দিঘা সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন

রবিবার (২৯ মে) থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত স্পেশাল ট্রেন চলবে। প্রতি সপ্তাহে রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। তা দিঘায় পৌঁছাবে সকাল ১১ টা ৫৫ মিনিটে।

০২৮৯৮ সাঁতরাগাছি-দিঘা সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন

ফিরতি পথে প্রতি রবিবার দুপুর ১ টা ১০ মিনিটে দিঘা থেকে ট্রেন ছাড়বে। সাঁতরাগাছিতে ঢুকবে বিকেল ৪ টে ২০ মিনিটে। রবিবার (২৯ মে) থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত স্পেশাল ট্রেন চলবে।

আরও পড়ুন: North Bengal Express Trains Cancelled: উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল, একনজরে তালিকা

কোথায় কোথায় ট্রেন দাঁড়াবে?

যাত্রাপথে চারটি ট্রেনই উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে দাঁড়াবে। 

বন্ধ করুন