বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sudipta Sen Bail: জামিন পেলেন সুদীপ্ত সেন, সারদাকর্তা আবার কতটা প্রাসঙ্গিক হয়ে উঠলেন?

Sudipta Sen Bail: জামিন পেলেন সুদীপ্ত সেন, সারদাকর্তা আবার কতটা প্রাসঙ্গিক হয়ে উঠলেন?

সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। ফাইল ছবি

সুদীপ্ত সেনের আইনজীবী শাক্যদীপ দাশগুপ্ত জানান, যে চারটি মামলা ছিল জলপাইগুড়ি আদালতে ছিল সেগুলিতে নাম রয়েছে দেবযানীরও। চারটিতে দেবযানীর নাম রয়েছে। আর কোনও মামলায় কুণাল ঘোষ, সোমনাথ দত্তের নামও আছে। যদিও তাঁদের এই মামলাগুলিতে আগেই জামিন হয়ে গিয়েছে।

চিটফান্ড মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে সুদীপ্ত সেনের বিরুদ্ধে চারটি মামলার শুনানি ছিল। এই চারটি মামলার মধ্যে তিনটি মামলা ভক্তিনগর থানার অন্তর্গত ছিল। আর একটি মামলা ছিল জলপাইগুড়ির কোতোয়ালি থানার। এদিন জলপাইগুড়ি জেলা আদালতে এই চারটি মামলা উঠেছিল। তার মধ্যে তিনটি মামলায় জামিন পেলেন সারদাকর্তা সুদীপ্ত সেন। অপর মামলা জলপাইগুড়ি জেলা আদালত থেকে স্থানান্তরিত করা হয়েছে আলিপুর সিবিআই আদালতে।

সুদীপ্ত সেনের চেহারা এখন ভেঙে গিয়েছে। কিন্তু প্রতিনিয়ত তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করছেন। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে পর্যন্ত চিঠি লিখেছেন। তাঁর আইনজীবী শাক্যদীপ দাশগুপ্ত জানান, সুদীপ্ত সেনের চারটি মামলায় জামিনের আবেদন জানানো হয়েছিল। তার মধ্যে একটি মামলায় সিবিআই তদন্ত করে চার্জশিট পেশ করেছে। সেই মামলাটি আলিপুর আদালতে স্থানান্তরিত করা হয়েছে। বাকি তিনটি মামলা, যেগুলি পুলিশ চার্জশিট দিয়েছিল, সেগুলিতে এদিন জামিন মঞ্জুর করা হয়েছে। যে তিনটি মামলায় জামিন দেওয়া হয়েছে, সেগুলিতে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ১২০ (বি) ধারায় অভিযোগ রয়েছে।

সারদা চিটফান্ড নিয়ে সুদীপ্ত সেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি সম্প্রতি কাকে–কত টাকা দিয়েছিলেন তা সংবাদমাধ্যমের সামনে বলতে শুরু করেছেন। সেখানে উঠে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। এদিন চারটি মামলা ছিল জলপাইগুড়ি জেলা আদালতে। সেই চারটি মামলার মধ্যে তিনটিতে জামিন পেয়ে গিয়েছেন দেবযানীর সেন স্যার। ফলে আবার তিনি মুখ খুলতে পারেন বা চিঠি লিখতে পারেন বলে মনে করা হচ্ছে। আর সেটা শুরু হলেই তিনি প্রাসঙ্গিক হয়ে উঠবেন। তখন আর কাদের নাম প্রকাশ্যে আসে সেটাই দেখার।

কী বলছেন সারদাকর্তার আইনজীবী?‌ সুদীপ্ত সেনের আইনজীবী শাক্যদীপ দাশগুপ্ত জানান, যে চারটি মামলা ছিল জলপাইগুড়ি আদালতে ছিল সেগুলিতে নাম রয়েছে দেবযানীরও। চারটিতে দেবযানীর নাম রয়েছে। আর কোনও মামলায় কুণাল ঘোষ, সোমনাথ দত্তের নামও আছে। যদিও তাঁদের এই মামলাগুলিতে আগেই জামিন হয়ে গিয়েছে। তবে আজ আদালতে সুদীপ্ত সেন ছাড়া বাকিদেরও আইনজীবীরা উপস্থিত ছিলেন বলে জানান সরকারি আইনজীবী মৃণ্ময় বন্দ্যোপাধ্যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.