বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > STF-এর অভিযানে শাসনে তৃণমূল নেতা শুকুর আলির বাড়ি থেকে উদ্ধার অস্ত্রভাণ্ডার

STF-এর অভিযানে শাসনে তৃণমূল নেতা শুকুর আলির বাড়ি থেকে উদ্ধার অস্ত্রভাণ্ডার

তৃণমূল নেতা শুকুর আলি

মঙ্গলবার গভীর রাতে শাসন থানা এলাকার ঢেউপুকুর গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি শুকুর আলির বাড়িতে অভিযান চালায় বেঙ্গল STF. গোপন সূত্রে খবর পেয়ে শাসন থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে শুকুরের বাড়িতে হাজির হন গোয়েন্দারা।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে STF. তৃণমূল নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ‘আইন আইনের পথে চলবে’ বলে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। বিজেপির দাবি, ‘তৃণমূল মানেই সন্ত্রাস।’

মঙ্গলবার গভীর রাতে শাসন থানা এলাকার ঢেউপুকুর গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি শুকুর আলির বাড়িতে অভিযান চালায় বেঙ্গল STF. গোপন সূত্রে খবর পেয়ে শাসন থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে শুকুরের বাড়িতে হাজির হন গোয়েন্দারা। তখন বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। তল্লাশিতে তাঁর বাড়িতে উদ্ধার হয় ৫৪ রাউন্ড কার্তুজ, ৮.৫ কিলোগ্রাম বোমা তৈরির মশলা ৪টি দেশি পিস্তল ও ১টি রাইফেল। এর পরই তৃণমূল নেতাকে গ্রেফতার করে STF.

‘‌চাকরি দিতে পারেন কেবল মা জগদ্ধাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’‌, মন্তব্য মিত্র মদনের

এলাকায় বেশ প্রভাবশালী নেতা বলে পরিচিত শুকুর। স্থানীয়রা জানাচ্ছেন, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করেন তিনি। এত বিপুল আগ্নেয়াস্ত্র তাঁর কাছে কোথা থেকে এল তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। ধৃত তৃণমূল নেতা কোনও অস্ত্র পাচারচক্রের সঙ্গে যুক্ত কি না তাও খতিয়ে দেখছেন তাঁরা।

এই নিয়ে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এমকেএম ফরহাদ বলেন, ‘আইন আইনের পথে চলছে। ধৃত নেতা দোষী প্রমাণিত হলে শাস্তি দাবি করছি।’ জেলা বিজেপি সভাপতি তাপস মিত্র বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। তাই অস্ত্র মজুতের কাজ চলছে।’

তবে স্থানীয়রা জানাচ্ছেন, শাসন এলাকায় মূল কারবার হল ভেড়িতে মাছ চাষের। আর বিস্তীর্ণ এই জনশূন্য জায়গায় মাঝে মাঝেই ভেড়ির পাহারায় থাকা মানুষের ওপরে হামলা হয়। ফলে এলাকায় অনেকেই সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। ব্যাপারটা পুলিশও জানে।

 

বন্ধ করুন