বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সাত ঘণ্টায় ‘পরিবর্তন’, শাহ-সন্তোষের ‘নির্দেশে’ ইস্তফাপত্র ফিরিয়ে নিলেন সৌমিত্র

সাত ঘণ্টায় ‘পরিবর্তন’, শাহ-সন্তোষের ‘নির্দেশে’ ইস্তফাপত্র ফিরিয়ে নিলেন সৌমিত্র

সৌমিত্র খাঁ। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

সাত ঘণ্টাও কাটল না।

সাত ঘণ্টাও কাটল না। নেটমাধ্যমে বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে যে ইস্তফা দিয়েছিলেন, তা ফিরিয়ে নিলেন সৌমিত্র খাঁ। সেই ঘোষণাও নেটমাধ্যমে সেরেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

বুধবার রাত ন'টার দিকে নেটমাধ্যমে সৌমিত্র লেখেন, ‘আমি জানাতে চাই যে বিজেপি নেতা বি এল সন্তোষজি, অমিত শাহজি এবং তেজস্বী সূর্যজির নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে আমি পদত্যাগপত্র ফিরিয়ে নিচ্ছি।’ যদিও রাজ্য বিজেপির অন্দরের খবর, সৌমিত্রের ‘মানভঞ্জনে’ শাহ বা সন্তোষ ফোন করেছিলেন কিনা, সে বিষয়ে তাঁদের কোনও ধারণা নেই। বরং একাংশের দাবি, নরেন্দ্র মোদী রাজ্যের চার সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রী করলেও তাঁর ভাগ্যে শিঁকে না ছেঁড়ায় ‘রাগ’ হয়েছিলেন সৌমিত্রের।

যদিও বিষ্ণুপুরের সাংসদ নিজে সেই সংক্রান্ত কোনও কথা বলেননি। বরং টুইটারে নয়া কেন্দ্রীয় মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বদের প্রশংসা করেছেন। পদত্যাগের পর দুপুরে ফেসবুক লাইভেও মোদীদের প্রশংসা করেছিলেন। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একেবারে রণংদেহী মেজাজে ছিলেন। প্রাথমিকভাবে শুভেন্দুর নাম না করে অভিযোগ করেন, এককেন্দ্রিক দল হয়ে যাচ্ছে বিজেপি। একজন বারবার ভুল বোঝাচ্ছেন। একটি জায়গায় দু'জন (পড়ুন শুভেন্দু এবং দিলীপ) নেতা হয়ে চলছে। ‘যেভাবে অধিকারী-অধিকারী করছেন, তাতে আমি হতাশ।’ পরে অবশ্য কোনও রাখঢাক না করে সরাসরি বাংলা বিধানসভার বিরোধী দলনেতা সম্বোধন করে সৌমিত্র তোপ দাগেন, ‘যিনি বিরোধী নেতা হয়েছেন, আয়নায় মুখ দেখুন। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতাকে মুখ ভুল বোঝাবেন না। ’

তবে সেখানেই সৌমিত্রের বাণ থামেনি। ঘুরিয়ে তিনি দাবি করেন, 'বাবা শিশির অধিকারী এবং ভাইকে কোনও পদে বসানোর জন্য দিল্লিতে দরবার করছেন শুভেন্দু। বারবার দিল্লিতে গিয়ে উলটো-পালটা বুঝিয়ে আসছেন। যেন মনে হচ্ছে, তিনি বিজেপির জন্য জীবনটা দিয়ে দিয়েছেন। আমাদের কোনও অবদান নেই। আমি কখনও ঘরের লোকের জন্য চাইনি যে ভাই, বাবাকে এই করে দাও, ভাইকে এই করে দাও, এই পদে দাও - এরকম কখনও চাইনি। আমি এরকম কখনও চাইনি।' সঙ্গে দাবি করেন, কোনও স্বার্থ নিয়ে তৃণমূল কংগ্রেস করেননি। বিজেপিও নিঃস্বার্থভাবে করেছেন।

দিলীপকেও তোপ দেগেছিলেন সৌমিত্র। অভিযোগ করেছিলেন, অর্ধেক কথাই বোঝেন না বিজেপির রাজ্য সভাপতি। পরে সৌমিত্রের পদত্যাগ প্রসঙ্গে দিলীপ জানিয়েছিলেন, ফেসবুকে ঘোষণা করে পদত্যাগ হয় না। তার কিছু নিয়ম আছে। সেই নিয়ম সৌমিত্র মেনেছিলেন, তা জানার আগেই অবশ্য পদত্যাগপত্র ফিরিয়ে নিয়েছেন বিষ্ণপুরের সাংসদ।

বাংলার মুখ খবর

Latest News

ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.