বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > SBSTC: পরিবহণকে অচল করাটা কাজের মধ্যে পড়ে না, আন্দোলনকারীদের বার্তা মন্ত্রীর

SBSTC: পরিবহণকে অচল করাটা কাজের মধ্যে পড়ে না, আন্দোলনকারীদের বার্তা মন্ত্রীর

ব্যাহত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা।

মন্ত্রীর আশ্বাসে কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তবে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির তরফে অবশ্য় জানানো হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে তাঁরা যুক্ত নন। এদিকে পুজোর মরসুমে বাস পরিষেবা স্বাভাবিক রাখার জন্য় আন্দোলনকারীদের অনুরোধ করেছে এসবিএসটিসি।

একদিকে কুড়মিদের আন্দোলন। স্তব্ধ রেলযোগাযোগ ব্যবস্থা। এবার সেই ভোগান্তির সঙ্গে দোসর হয়েছে আসানসোল- দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীদের আন্দোলন। এবার অস্থায়ী পরিবহণকর্মীদের এই আন্দোলন নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

মন্ত্রী জানিয়েছেন, যতটুকু আমার এক্তিয়ারের মধ্যে করা সম্ভব, ওঁদের জন্য করব। কারণ, ওঁদেরও পরিবার আছে। কিন্তু কোনও মতেই একজন পরিবহণ কর্মী হিসাবে পরিবহণকে অচল করে দেওয়া তাদের কাজের মধ্যে পড়ে না। আমি বার বার বলেছি, পরিবহণ ব্যবস্থাকে সচল রাখুন। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের বলব আপনারা পুজোর সময় আন্দোলন না করে আপনাদের যা দাবিদাওয়া আছে সেগুলো জানান। আমরা সেটা বিবেচনা করব।

এদিকে স্থায়ীকরণ সহ সাত দফা দাবিকে সামনে রেখে আসানসোল এসবিএসটিসি বাস ডিপোর অস্থায়ী কর্মীরা আন্দোলনে নেমেছেন। তাঁদের সঙ্গে তৃণমূলের পতাকাও দেখা যাচ্ছে। এদিকে স্থায়ী কর্মীদের দিয়ে কোনওরকমে কিছু বাস চালানো হচ্ছে। মারাত্মক ভোগান্তি হচ্ছে যাত্রীদের।

তবে মন্ত্রীর আশ্বাস, আমি কর্পোরেশনকে ওদের সঙ্গে কথা বলতে বলেছি। কারণ ওরা কর্পোরেশনের অধীনেই কাজ করছেন। আমি মন্ত্রী হিসাবে ওঁদের সঙ্গে কাজ করব।

কিন্তু মন্ত্রীর আশ্বাসে কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তবে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির তরফে অবশ্য় জানানো হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে তাঁরা যুক্ত নন। এদিকে পুজোর মরসুমে বাস পরিষেবা স্বাভাবিক রাখার জন্য় আন্দোলনকারীদের অনুরোধ করেছে এসবিএসটিসি।

 

বন্ধ করুন