স্কুলে ঢোকার ঠিক আগেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মুরগি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল বিশেষভাবে সক্ষম এক স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে, বনগাঁর গাইঘাটা এলাকার জামদানি বিষ্ণুপুর সড়কে। নিহত ছাত্রীর নাম সঞ্চিতা মণ্ডল (৯)। ওই ছাত্রী চতুর্থ শ্রেণির পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। তার জেরে রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পুণ্যার্থী বোঝাই গাড়িকে পিষে দিল লরি, মহাকুম্ভ থেকে ফেরার পথে একাধিক মৃত্যু
জানা গিয়েছে, এদিন ঘটনাটি ঘটেছে সকাল ১১টা নাগাদ। সঞ্চিতা ফরিদকাটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এদিন যখন সে স্কুলে ঢুকছিল সেই সময় বেপরোয়া গতিতে এসে মুরগি বোঝাই গাড়িটি তাকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটে স্কুলের গেটের ঠিক সামনেই।
ধাক্কার আঘাতে ওই ছাত্রী মাথায় গুরুতর চোট পায়। তার শরীর থেকে রক্তপাত হচ্ছিল। তখন দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যাচ্ছে, এই ঘটনার পরে গাড়ির চালক এবং খালাসি দুজনেই পলাতক।
এদিকে, দুর্ঘটনার পরে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন। তাদের বক্তব্য, ওই এলাকায় আইসিডিএস সেন্টার, প্রাথমিক এবং হাই স্কুল রয়েছে। ফলে তাকে কেন্দ্র করে এই পথে প্রতিদিন হাজার হাজার পড়ুয়া যাতায়াত করে। তাসত্ত্বেও জামদানি বিষ্ণুপুর সড়কে বেপরোয়া গতিতে গাড়ি, বাইক যাতায়াত করে। স্থানীয়রা এলাকায় স্প্রিড ব্রেকার বসানোর দাবি জানান। পরে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে নিয়ে ঘাতক গাড়িটি আটক করে। তবে চালক, খালাসি পালিয়ে যায়। এই অবস্থায় পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে পুলিশকে আরও সক্রিয়ভাবে ভূমিকা পালন করার দাবি জানান স্থানীয়রা। একইসঙ্গে তারা ঘাতক গাড়ির চালককে গ্রেফতারের দাবি জানান। ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
অন্যদিকে, ওই এলাকার উত্তর বাগনা তেল পাম্পের সামনের বেপরোয়া গাড়ির ধাক্কায় এক বাইক আরোহী মারা গিয়েছেন। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ অটোর সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাটি ঘটে উত্তর বাগনা তেল পাম্পের সামনে। ঘটনায় গুরুতর জখম হন বাইকের দুই আরোহী। তাদের গাইঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সুকুমার পার্সি নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের চিকিৎসা চলছে।