বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্কুলমাঠে মাথায় জ্যাভেলিন বিঁধে জখম ছাত্র, আক্রান্ত পক্ষাঘাতে

স্কুলমাঠে মাথায় জ্যাভেলিন বিঁধে জখম ছাত্র, আক্রান্ত পক্ষাঘাতে

এশএসকেএম হাসপাতালে অস্ত্রোপচারের আগে মাথায় জ্যাভেলিন বেঁধা অবস্থায় সৌরদীপ বেরা। সোমবার।

প্রতিযোগিতা চলার সময় আচমকা একটি জ্যাভেলিন উড়ে এসে সৌরদীপের মাথার ডান পাশে বিঁধে যায়। এসএসকেএম হাসপাতালে দেড় ঘণ্টা অস্ত্রোপচারের পরে জ্যাভেলিনটি বের করা হলেও কিশোর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাথায় জ্যাভেলিন বিঁধে গুরুতর আহত হল ষষ্ঠ শ্রেণির ছাত্র সৌরজিত্ বেরা। অস্ত্রোপচারের পরে তার শরীরের বাঁ অংশে পক্ষাঘাতজনিত সমস্যা দেখা দিয়েছে।

সোমবার দুপুরে শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় আচমকা একটি জ্যাভেলিন উড়ে এসে সৌরদীপের মাথার ডান পাশে বিঁধে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে প্রতামিক চিকিত্সার পরে তাকে রেফার করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।

এসএসকেএম হাসপাতালে ওই ছাত্রের মাথায় দেড় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে জ্যাভেলিনটি বের করতে সক্ষম হয়েছেন চিকিত্সকরা। কিন্তু তার পর থেকেই কিশোরের শরীরের বাঁ দিকে অনুভূতি লোপ পেয়েছে বলে জানা গিয়েছে। চিকিত্সকদের মতে, ওই কিশোর সাময়িক পক্ষাঘাতে আক্রান্ত হয়েচে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, গত কয়েক দিন ধরে স্কুলের মাঠে বার্ষিক ক্রীজডা প্রতিযোগিতা চলছিল। ওই দিন মাঠের একাংশে জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতা চলার সময় আচমকা ট্র্যাকে ঢুকে পড়ে সৌরদীপ। ঠিক সেই সময় দ্বাদশ শ্রেণির এক ছাত্র জ্যাভেলিন চোড়ে এবং তা এসে সৌরদীপের মাথায় গেঁথে যায়।

কর্তৃপক্ষের দাবি, যথাযথ নিরাপত্তা সুনিশ্চিত করতে জ্যাভেলিন ট্র্যাক ঘিরে রাখা সত্ত্বেও সেখানে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র হঠাত্ ঢুকে পড়ায় বিপত্তি ঘটে। জ্যাভেলিন মাথায় এসে বিঁধতে মাটিতে লুটিয়ে পড়ে সৌরদীপ।

ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করবেন কি না, তা এখনও জানাননি সৌরদীপের অভিভাবকরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

DHFC-র নাম প্রত্যাহার! কলকাতা লিগ ঢুকছে লালহলুদে! অপেক্ষা আইএফএর সরকারি ঘোষণার… ‘‌দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, সার্বজনীন’‌, শুভেচ্ছা ইউনুসের উত্তর কলকাতার সেরা ১০ পুজো বেছে নিল HT বাংলা, কোনগুলি এই বছর না দেখলেই নয়? বড় পর্দায় টেক্কা আসতেই হল ভিজিট দেব-সৃজিতের! কী অনুরোধ করলেন দর্শকদের? ‘ফুচকাওয়ালাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে’, সিংহি পার্কের পুজো বয়কটের ডাক, এল সাফাই ‘বর্তমানেই থাকি, কালকের কথা ভাবি না’! সাফল্যের মন্ত্র জানালেন বিশ্বকাপজয়ী তারকা… ষষ্ঠীর বিকেল ভিজবে বৃষ্টিতে, এরপর সপ্তমীতেও উত্তর-দক্ষিণ মিলিয়ে ১০ জেলায় সতর্কতা ৫০০ কোটির জালিয়াতি মামলায় নাম জড়ানোর পর আবার ‘রোডিজ’-এ ফিরছেন রিয়া! উৎসবের মরশুমে ইলিশ মাছে কতটা মেশানো হচ্ছে ফরমালিন? অভিযানে নামল স্বাস্থ্য দফতর খুনের কেসে ফাঁসানো হয়েছে লোকনাথকে! মিসিং লিঙ্ক খুঁজে বের করতে পারবেন অনির্বাণ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.