বার বারই বিরোধীরা অভিযোগ তোলেন বোমা বারুদের স্তুপের উপর বসে রয়েছে বীরভূম। এনিয়ে শাসকদলের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে। এবার আর শুধু অভিযোগ নয়। বীরভূমের রামপুরহাট এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। এরপরই রামপুরহাট থানার অন্তর্গত মাঝখণ্ড গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে আটক করে পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সেই গাড়িটি বিস্ফোরক বোঝাই ছিল। গাড়িটিতে তল্লাশি চালাতেই বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়। প্রশ্ন উঠছে এত বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এদিকে পুলিশ দেখেই গাড়ি থেকে নেমে চালক ও খালাসি গা ঢাকা দেয়।
পুলিশ সূত্রে খবর একটি মিনি ট্রাকে করে এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে ৫ হাজার ৫০০টি জিলেটিন স্টিক এবং প্রায় আড়াই হাজার ডিটোনেটর। এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তবে কি বড় কোনও নাশকতার ছক কষা হয়েছিল? নাকি কোনও অবৈধ পাথর খাদানে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই জিলেটিন স্টিক?ইতিমধ্য়েই এনিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় সূত্রে খবর, এর আগেও বীরভূমের বিভিন্ন এলাকায় জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। মূলত অবৈধ পাথর খাদানে ব্যবহার করার জন্য এই ধরনের বিস্ফোরক নিয়ে আসা হয়।