নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধরে ধর্ষণের অভিযোগে বাবাকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। কালিম্পংএর পকসো আদালতের তরফে এই রায় ঘোষণা করা হয়েছে। পকসো আইনে ওই ব্য়ক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আদালত ও পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির তিনজন সন্তান রয়েছে। এফআইআরের ভিত্তিতে ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। পকসো কোর্টের সরকারি আইনজীবী নিশা রাই বলেন, ওই বাচ্চার মা অন্য ব্যক্তিকে বিয়ে করার জন্য় চলে গিয়েছিল। এরপর থেকেই সমস্যার শুরু। ওই ব্যক্তি এরপর থেকেই তার মেয়েকে ধর্ষণ করা শুরু করে। এদিকে কাউকে বললে প্রাণে মেরে দেওয়ারও হুমকি দিতে থাকে। এরপর ওই মেয়েটি গর্ভবতী হয়ে যায়। মেয়েটির বয়স মাত্র ১৪ বছর। তখনই বিষয়টি জানাজানি হয়।
ওই নাবালিকার কাকা বিষয়টি জানার পর থানায় অভিযোগ জানান। পরে ওই নাবালিকা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। ওই সন্তানকে অপর এক দম্পতি দত্তক নিয়েছে। নির্যাতিতা বর্তমানে একটি হোমে রয়েছেন। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পরেও গর্ভপাত করানো সম্ভব হয়নি। এর জেরে মেয়েটি স্কুল ছাড়তে বাধ্য হয়। তবে বাবার বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে।