বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শুভেন্দুর গড়ে বড় ভাঙন, বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ

শুভেন্দুর গড়ে বড় ভাঙন, বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ

পূর্ব মেদিনীপুরে বিজেপি থেকে তৃণমূলে যোগ (নিজস্ব চিত্র )

তৃণমূল অবশ্য পুরসভা ভোটকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করে দিয়েছে।

পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড়ে ব্যাপক ভাঙন গেরুয়া শিবিরে। বুধবার তৃণমূলের কর্মীসভায় দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দাবি এদিন বিজেপির মহিলা মোর্চার নেত্রী দেবশ্রী মাইতি সহ ৭২১জন নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। তৃণমূল সূত্রে খবর, রাজ্যে বিভিন্ন পুরসভার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। প্রশাসক দিয়ে পুরসভাগুলিকে চালানো হচ্ছে। এদিকে তাম্রলিপ্ত পুরসভাতেও একই অবস্থা। তবে কবে ভোট হবে তার কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। কিন্তু তৃণমূল অবশ্য পুরসভা ভোটকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে বিজেপি থেকেও অনেকেই ইতিমধ্যে ঘাসফুল শিবিরে নাম লেখাতে শুরু করেছেন। অন্যদিকে এবারের বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে তাম্রলিপ্ত পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। এর জেরেই আর কোনও ঝুঁকি না নিয়ে আগেভাগে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। 

মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ‘সাময়িকভাবে মানুষকে ভুল বোঝানো হয়েছিল।মানুষের মোহভঙ্গ হয়েছে। সেকারণেই মানুষ তৃণমূলে আসছে। তবে সাম্প্রদায়িক শক্তি বিজেপি ভারতব্যপী মাথাচাড়া দিয়ে তাদের উগ্রতা ক্রমেই প্রকাশ্যে আসছে। বিজেপি ভেবেছে তাম্রলিপ্ত পুরসভাতে ওরা ১৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বলে তারা পুরসভা দখল করে নেবে। এটা ওরা দিবাস্বপ্ন দেখছে। মানুষ আমাদের পাশে রয়েছেন।’ তবে বিজেপি নেতৃত্বের দাবি, নেতাকর্মীদের নানাভাবে ভয় দেখিয়ে তৃণমূলে টানা হচ্ছে। তাঁরা কেউই নিজের ইচ্ছায় যাচ্ছেন না।

 

বাংলার মুখ খবর

Latest News

হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.