জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ চলবে। সেজন্য চারদিন শিয়ালদা-বজবজ শাখায় এক জোড়া ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ মে, আগামী ২৪ মে, আগামী ৭ জুন এবং আগামী ১৯ জুন দুটি করে শিয়ালদা-বজবজ লোকাল ট্রেন বাতিল থাকছে। সেইসঙ্গে উন্নয়নমূলক কাজের আগামিকাল (সোমবার) থেকে আগামী ২ জুন পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখায় কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। যে শাখায় আগে থেকেই ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলছে। সেই সময়সীমা আরও বাড়ানো হল।
শিয়ালদা-বজবজ শাখায় বাতিল ট্রেন
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, জোকা-মেট্রো প্রকল্পের কারণে ২৩ মে (মঙ্গলবার), ২৪ মে (বুধবার), ৭ জুন (বুধবার) এবং ১৯ জুন (সোমবার) (ইংরেজি মতে) মাঝেরহাট স্টেশনে চার ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে (রাত ১২ টা ৩০ মিনিট থেকে ভোর ৪ টে ৩০ মিনিট)। সেজন্য ওই চারদিন ৩৪১১২ শিয়ালদা-বজবজ লোকাল ট্রেন এবং ৩৪১১১ বজবজ-শিয়ালদা লোকাল ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ শিয়ালদা-বজবজ লোকালের প্রথম জোড়া ট্রেন (শিয়ালদা থেকে রাত ৩ টে ৪৫ মিনিটে ছাড়া ট্রেন এবং বজবজ থেকে ভোর ৪ টে ৪৫ মিনিটে ছাড়া ট্রেন) বাতিল থাকবে।
হাওড়া ডিভিশনেও বাতিল একাধিক ট্রেন
পূর্ব রেলের তরফে জানান হয়েছে, রেললাইনের কাজ ও ইলেকট্রিক সংক্রান্ত কাজের জন্য এখন যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলছে, সেটা আরও বাড়ানো হচ্ছে। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখায় কয়েকটি ট্রেন বাতিল থাকবে। কোন কোন ট্রেন বাতিল থাকবে, তা দেখে নিন -
১) হাওড়া থেকে বাতিল ট্রেন: ৩৭৬১১, ৩৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১ এবং ৩৬৮২৫।
২) পাণ্ডুয়া থেকে বাতিল ট্রেন: ৩৭৬১৪।
৩) বর্ধমান থেকে বাতিল ট্রেন: ৩৭৮৩৪ এবং ৩৭৮৪০।
৪) তারকেশ্বর থেকে বাতিল ট্রেন: ৩৭৩৫৪।
৫) গুড়াপ থেকে বাতিল ট্রেন: ৩৬০৭২।
৬) শ্রীরামপুর থেকে বাতিল ট্রেন: ৩৭০১২।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)