আগামীকাল, রবিবার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)। এবার পরীক্ষার্থী ৬ লক্ষ ৯০ হাজার। অতিরিক্ত বাস চালানোর নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। লোকাল ট্রেন চলবে অন্যান্য কাজের দিনের মতোই। এমনকী অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে। সুষ্ঠুভাবে এই পরীক্ষা পরিচালনা করতে বিশেষ ব্যবস্থা নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পুলিশ প্রশাসন। পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর, পুলিশ সহায়তা বুথের ব্যবস্থা রাখা হচ্ছে। এই জেলায় সব মিলিয়ে ৯২টি কেন্দ্রে পরীক্ষা হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ১১২ জন। পরীক্ষার দিন যাতে সব শান্তিপূর্ণভাবে মেটে তার জন্য দফায় দফায় প্রশাসন এবং পুলিশের বৈঠক হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, শুধু দক্ষিণ ২৪ পরগণা নয়, প্রত্যেকটি জেলাতেই এই ব্যবস্থা থাকছে। যাতে কারও কোনও সমস্যা হলে পুলিশ বুথে গিয়ে সাহায্য নিতে পারেন। আবার হেল্পলাইন নম্বরে ফোন করে উপযুক্ত পরামর্শ নিতে পারেন। প্রতিটি পুলিশ জেলার পক্ষ থেকে সবরকম বন্দোবস্ত করা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলায় থানা ভিত্তিক দল সাজানো হয়েছে। সোনারপুর, নরেন্দ্রপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে থাকবে পুলিশ সহায়তা বুথ।
অন্যদিকে সূত্রের খবর, গড়িয়া স্টেশন, সোনারপুর, সুভাষগ্রাম স্টেশনে বুথগুলি করা হবে। পুলিশের টিম নানা জায়গায় টহল দেবে। প্রত্যেকটি জেলায় এমন ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে নকল এবং প্রশ্ন ফাঁসের মতো সামাজিক ব্যাধি ঠেকানো যায়। কড়া পুলিশের প্রহরা থাকবে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে। ডায়মন্ডহারবার পুলিশ জেলায় পরীক্ষার দিন সাড়ে সাতশোর বেশি পুলিশ নামানো হবে। তারা নিজেরা একটি হেল্পলাইন নম্বরও চালু করবে। কুইক রেসপন্স টিমের নজর থাকবে সর্বত্র।
আর কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? প্রশাসন সূত্রে খবর, ফোটোকপির দোকান পরীক্ষা শুরুর আগে বন্ধ রাখা হবে। আগাম মাইকিং হবে জেলাজুড়ে। যানজট এড়াতে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি মহকুমা শাসকের অফিসে হেল্পলাইন চালু হবে। সাগরে একটি পরীক্ষার কেন্দ্র পড়েছে। নদী পারাপার করার জন্য পর্যাপ্ত ভেসেল রাখা হবে।