বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু Volvo বাস পরিষেবা, জানুন রুটগুলি

এবার কলকাতা থেকে পুরুলিয়া, আসানসোল, ঝাড়গ্রামে যাওয়া যাবে অত্যাধুনিক বাসে। ভলভো বাসে সেখানে পৌঁছে যাওয়া যাবে। বৃহস্পতিবার এই সব বাস পরিষেবার উদ্বোধন করে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘‌রাতে চেপে সকালে পৌঁছে যাওয়া যাবে কলকাতায়। সারাদিন কাজ সেরে ফের পৌঁছে যাওয়া যাবে নিজের জায়গায়।’‌

এদিন দক্ষিণ কলকাতার কসবা এলাকায় ২ নম্বর পরিবহণ ভবন থেকে নৈশ বাস পরিষেবার উদ্বোধন করেন ফিরহাদ হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যর মন্ত্রী বীরবাহা হাঁসদা। এই অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘‌কলকাতা থেকে আসানসোল, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও ফরাক্কার উদ্দেশে চারটি বাস ছাড়বে। সব বাসই রাতে ছাড়বে। সারারাত চলবে। ভোরবেলা কলকাতায় পৌঁছাবে। এই বাস পরিষেবাগুলি চালু হয়ে যাওয়ার ফলে কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, কোলাঘাট, ডেবরা, পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলের মানুষকে একসঙ্গে বাঁধা যাবে।’‌

একইসঙ্গে পরিবহণমন্ত্রী জানান, জেলার মানুষ কাজের ক্ষেত্রে অনেকসময় কলকাতায় আসেন। অনেক সরকারি আধিকারিকদের নানা কাজে জেলায় আসতে হয়। সব সময় ট্রেনের জন্য অপেক্ষা করার সুযোগ থাকে না। বাস পরিষেবা চালু হওয়ার ফলে অনেকটাই উপকার হবে। বাসে রাতে চেপে সকালে কলকাতায় পৌছে যাওয়া যাবে। এর ফলে সময় অনেকটাই বেঁচে যাবে। রাতে চেপে সকালে পৌঁছে যাওয়া যাবে কলকাতা, ভলভো বাসে যাত্রা শুরু পাশাপাশি কলকাতা থেকে পুরুলিয়ায় যেতে খরচ হবে ৫৯০ টাকা। একইসঙ্গে আসানসোলে যেতে ৫০০ টাকা, ঝাড়গ্রামে যেতে ৩৯০টাকা ও ফারাক্কা যেতে খরচ হবে ৬৬০ টাকা।

হবে ৬৬০ টাকা।

বন্ধ করুন