বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিধায়কের ছবিতে SFI'র আবির! অশোকনগরে দুধ- গঙ্গাজল দিয়ে ধুয়ে দিল তৃণমূল

বিধায়কের ছবিতে SFI'র আবির! অশোকনগরে দুধ- গঙ্গাজল দিয়ে ধুয়ে দিল তৃণমূল

অশোকনগরে তৃণমূল বিধায়কের ছবিতে লাল আবির মাখানোর অভিযোগ এসএফআইয়ের বিরুদ্ধে উঠেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

গত ৩১শে জুলাই আইন অমান্য কর্মসূচি পালন করছিলেন এসএফআই কর্মীরা। পরে মুখ্যমন্ত্রী স্কুল খোলার কথা ঘোষণা করতেই আবির মেখে উল্লাসে মাতে এসএফআই।

অশোকনগরের চৌরঙ্গী মোড়ে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ছবি সম্বলিত ফ্লেক্স। সেই ফ্লেক্সেই লাল আবির মাখানোর অভিযোগ এসএফআই নেতার বিরুদ্ধে উঠেছে। এসএফআইয়ের জেলা সম্পাদক আকাশ করের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এবার সেই ফ্লেক্স গঙ্গার জল ও দুধ দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করলেন তৃণমূল সমর্থকরা। পাশাপাশি এসএফআই নেতাকে গ্রেফতারের দাবিতেও সরব হয়েছেন তাঁরা।

 সূত্রের খবর, স্কুল খোলার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলনে নেমেছিলেন এসএফআই কর্মীরা। গত ৩১শে জুলাই আইন অমান্য কর্মসূচি পালন করছিলেন এসএফআই কর্মীরা। পরে মুখ্যমন্ত্রী স্কুল খোলার কথা ঘোষণা করতেই আবির মেখে উল্লাসে মাতে এসএফআই। আর তখনই বিধায়কের ফ্লেক্সে আবির মাখানো হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। তবে আবির মাখানো নিয়ে এসএফআই নেতৃত্ব মুখ খুলতে চাননি। এদিকে গোটা ঘটনায় অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল। তাঁদের দাবি, স্কুল খোলার ঘটনায় উল্লসিত এসএফআই। কিন্তু স্কুল খোলার সঙ্গে ওদের কৃতিত্ব কোথায়? মুখ্য়মন্ত্রী সবদিক বিবেচনা করে স্কুল খোলার কথা ঘোষণা করেছেন। কিন্তু এখন প্রচারে থাকার জন্য এসএফআই নানা কাণ্ড করছে। তবে এভাবে বিধায়কের ছবিতে লাল আবির মাখানোর ঘটনা মানা যায় না।

 

বন্ধ করুন