দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে ফের একবার পুলিশকে বেগ দিল বাম ছাত্রযুবরা। শনিবার লালগোলায় SFI-DYFI-এর লালগোলা থানা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে। অভিযানের নেতৃত্বে ছিলেন DYFI-এর জেলার নেতারা।
চাকরিপ্রার্থী আবদুর রহমানের মৃত্যুর ইনসাফের দাবিতে SFI/DYFI লালগোলা থানা ঘেরাও ঘিরে শনিবার বিকেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গত ১৫ ই অক্টোবর চাকরিপ্রার্থী আবদুর রহমানের ইনসাফের দাবি ও রাজ্যজুড়ে চলা নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার দাবিতে বাম যুব ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে মীনাক্ষী ভট্টাচার্য ডাক দিয়েছিলেন লালগোলা থানা চলো অভিযানের।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ কয়েক হাজার কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে আজ থানার উদ্দেশ্যে বিশাল মিছিল করে লালগোলা থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হতে গেলে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে বাধা দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙ্গেই লালগোলা থানা চলো কর্মসূচি সফল করতে যায় বাম যুব ছাত্র সংগঠনের নেতারা। তারপরেই বাঁধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যুব ছাত্র সংগঠনের ও পুলিশের খণ্ডযুদ্ধে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় লালগোলা থানার সামনে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে সফল হয় পুলিশ।