গুজরাতে বিজেপির প্রচারসভায় বাঙালিদের মাছ ভাজার প্রসঙ্গে টেনে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা পরেশ রাওয়াল। ইতিমধ্যেই তাঁর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল। এবার হুগলির কোন্নগরে পরেশ রাওয়ালের বিরুদ্ধে বাঙালি জাতির অবমাননা নিয়ে অভিনব প্রতিবাদ জানাল বাম ছাত্র সংগঠন এসএফআই। কোন্নগর বাজার অঞ্চলে মাছ ভেজে প্রতিবাদ কর্মসূচি করে এসএফআই।
এসএফআইয়ের বক্তব্য, পরেশ রাওয়াল বাঙালি জাতিসত্তাকে আঘাত করেছন। হুগলি জেলা কমিটি সভাপতি অর্ণব দাস বলেন, ‘পরেশ রাওয়ালের মন্তব্য বাঙালি বিদ্বেষী এবং বাঙালির ভাবাবেগে আঘাত করেছে। তাই আমরা মাছ ভেজে প্রতিবাদ কর্মসূচি পালন করছি।’ তিনি মনে করেন, বিজেপি এবং আরএসএস দেশে বিদ্বেষের রাজনীতি ছড়িয়ে দিতে চায়ছে। তার প্রতিফলন বিজেপির পরেশ রাওয়ালের মন্তব্যে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এনিয়ে পরেশ রাওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিকে, এসএফআইয়ের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক সভাপতি মোহন আদক বলেন, ‘বামফ্রন্ট ৩৪ বছরে অনেক নাটক দেখিয়েছে। আবার নতুন করে নাটক দেখাতে রাস্তায় নেমেছে। মানুষ এই নাটক গ্রহণ করবে না।’ কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসও সিপিএমকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। গতবার তারা বিজেপির ভোট করিয়ে দিয়েছে। যতই মাছ ভেজে প্রতিবাদ করুক কিছু হবে না।’
উল্লেখ্য, গুজরাটে প্রচারে গিয়ে পরেশ রাওয়াল বলেছিলেন, ‘মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?’