গাজায় চলতে থাকা ভয়াবহ যুদ্ধের মধ্যে ভারতের পক্ষ থেকে সরাসরি মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানাল বাম ছাত্র সংগঠন এসএফআই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সভাপতি আদর্শ এম সাজি একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, এখনই সময় প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর।
আরও পড়ুন: পতাকা হাতে প্যারেড! গ্রেটা থুনবার্গের উপর ভয়াবহ নির্যাতন ইজরায়েলের
চিঠিতে তাঁরা লিখেছেন, প্যালেস্টাইনে যা ঘটছে, তা শুধু যুদ্ধ নয় মানবতার এক গভীর সংকট। নির্বিচারে বোমাবর্ষণের পাশাপাশি এখন খাবার, ওষুধ, ত্রাণবাহী জাহাজ ‘ফ্লোটিলা’গুলোকেও আটকাচ্ছে ইজরায়েলি সেনা। শিশুরা অনাহারে মারা যাচ্ছে, মানুষ ঘরছাড়া হচ্ছে, অথচ আন্তর্জাতিক মহল নীরব। এসএফআইয়ের বক্তব্য, ভারতের সঙ্গে প্যালেস্টাইনের সম্পর্ক বহু পুরনো ও বন্ধুত্বপূর্ণ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত সরকার যেন দ্রুত মানবিক উদ্যোগ নেয়। এই আবেদনই জানিয়েছে তারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর নির্দেশ পেলে দেশের সর্বত্র এসএফআইয়ের কয়েক লক্ষ কর্মী ত্রাণ সংগ্রহ অভিযানে নামবেন, যাতে ভারত সরকার প্যালেস্টাইনে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে পারে। চিঠিতে তাঁরা আরও লিখেছেন, আজ মানবতার প্রশ্নে কোনও রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। এই মুহূর্তে ভারত যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তা গোটা বিশ্বের কাছে এক নৈতিক দৃষ্টান্ত হয়ে উঠবে।
এদিকে, গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে এবং ‘ফ্লোটিলা’ জাহাজবহরে হামলার নিন্দায় শনিবার কলকাতার রাস্তায় নামে বাম দলগুলি। রবীন্দ্রসদন থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করা হয়। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই (এমএল) লিবারেশনসহ একাধিক বাম সংগঠন এতে যোগ দেয়।মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ত্রাণবাহী জাহাজে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল। রাষ্ট্রসংঘের উচিত ছিল অবিলম্বে হস্তক্ষেপ করা। খাদ্য ও ওষুধ নিয়ে যাওয়া কোনও জাহাজ আটকানো মানবাধিকারের পরিপন্থী।