জেলে বসে ফোনে ব্যবসায়ীকে হুমকি দিয়েছেন সন্দেশখালির তৃণমূলি মাফিয়া শেষ শাহজাহান। বুধবার এই অভিযোগ প্রকাশ্যে আসতেই পালটা অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেই থানায় চুরির অভিযোগ দায়ের করলেন শাহজাহানের স্ত্রী তসলিমা। তাঁর দাবি, শাহজাহানের মাছ ব্যবসা থেকে টাকা সরিয়েছেন রবিন মণ্ডল নামে ওই ব্যক্তি। প্রশ্ন উঠছে, এই অভিযোগ তিনি আগে পুলিশকে জানালেন না কেন?
আরও পড়ুন - সাত মাস লাগল! আরজি করের নির্যাতিতার ডেথ সার্টিফিকেট পেল পরিবার
আরও পড়ুন - জেলায় শিল্পস্থাপনে উৎসাহ দিতে বাম সরকারের আইন বাতিল করতে বিল আনলেন মমতা
আরও পড়ুন - বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্যালিকাকে কোপালেন জামাইবাবু
বুধবার শাহজাহানের বিরুদ্ধে জেলে বসে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ করেন রবিনবাবু। এই রবিনবাবুদের জমি দখল করেই সরবেড়িয়ায় বিশাল শেখ শাহজাহান মার্কেট তৈরি হয়েছে বলে অভিযোগ। রবিনবাবু জানান, গত ১৫ মার্চ মোফিজুল মোল্লা নামে শাহজাহানের ঘনিষ্ঠ এক ব্যক্তি তাঁর কাছে আসেন। নিজের ফোনটা এগিয়ে দিয়ে তিনি বলেন, ভাই কথা বলবে। রবিনবাবু জানতে চান কোন ভাই? এর পর ফোন কানে ধরতেই ওপার থেকে ভেসে আসে শাহজাহানের কণ্ঠস্বর। সে জানায়, ‘আমি শাহজাহান বলছি।খুব বাড় বেড়েছিস। তোরা মার্কেট নিয়ে অতি বাড়াবাড়ি করছিস। তোদের বাড়িঘর ভাঙচুর করব। বোমাবাজি করে দেব। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব।’ এর পর বিধাননগরের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির কাছে ঘটনার কথা জানিয়ে চিঠি দেন রবিনবাবু।
ওদিকে ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন মোফিজুল মোল্লা। তাঁর দাবি, ক্ষমতা থাকলে প্রমাণ দিন রবিনবাবু। এর পরই তিনি বলেন, শাহজাহানের মাছ ব্যবসার টাকা সরিয়েছেন রবিনবাবু। সম্প্রতি তা ধরে ফেলেন শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। তার জেরেই শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তিনি।
বুধবার ন্যাজাট থানায় দায়ের অভিযোগে তসলিমা বিবি জানিয়েছেন, শাহজাহানের মাছ ব্যবসা দেখাশোনা করতেন রবিন মণ্ডল। ব্যবসার প্রায় ২৫ লক্ষ টাকা সরিয়েছেন তিনি। কারচুপি ধরা পড়ে যাওয়ায় এখন শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তিনি।
কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় অংকের কারচুপি হলেও কেন আগে পুলিশকে কিছু জানালেন না তসলিমা? কেন রবিন মণ্ডল মুখ খোলার পরে অভিযোগ দায়েরের কথা মনে পড়ল তাঁর?