এবার উত্তরবঙ্গের বিভিন্ন দুর্নীতিতে তৃণমূল নেতাদের যুক্ত থাকার অভিযোগ জানিয়ে ইডিকে চিঠি দিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। ইডির জয়েন্ট ডিরেক্টরকে দেওয়া সেই চিঠিতে শংকরবাবু জানিয়েছেন, রেশন, চাকরি বিক্রিসহ উত্তরবঙ্গের একাধিক দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন তৃণমূল নেতারা। কিন্তু তদন্তে কোনও তৎপরতা দেখা যাচ্ছে না ইডির তরফে।
চিঠিতে শংকরবাবু দাবি করেছেন, রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেও উত্তরবঙ্গে তাঁর প্রধান এজেন্ট বিমল রায় এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। অথচ তিনিই কার্যত উত্তরবঙ্গের রেশন ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। তাঁর সুপারিশেই খাদ্য দফতরে নিয়োগ হয় ও আধিকারিকদের বদলি হয়।
শংকরবাবু জানিয়েছেন, বিমল রায়ের বেনামে বেশ কয়েকটি রেশন দোকান রয়েছে। তাঁর ইচ্ছাতেই রেশনের ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটরশিপ বণ্টন হয়েছে। তাঁর হাত মাথায় থাকলে রাতারাতি তৈরি হয়ে যেত রেশন কার্ড।
শংকরবাবু আরও দাবি করেন, শুধু রেশন নয়, নিয়োগ দুর্নীতির এজেন্টরাও অবাধে উত্তরবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কোটি কোটি টাকা তছরূপ করে সর্বশান্ত করেছে হাজার হাজার মানুষকে।
শংকর ঘোষের অভিযোগের জবাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ও তো একসময় প্রাক্তন শাসকদলে ছিল। সেই দলের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে না কেন?’