বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Shantanu Banerjee: ইডির সিল করা তালা ভেঙে শান্তনুর ফ্ল্যাটে ঢুকে পড়লেন তাঁর স্ত্রী

Shantanu Banerjee: ইডির সিল করা তালা ভেঙে শান্তনুর ফ্ল্যাটে ঢুকে পড়লেন তাঁর স্ত্রী

প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।  (টুইটার)

গত ১০ মার্চ হুগলির প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনুকে গ্রেফতার করে ইডি। ১৮ মার্চ তাঁর চুঁচুড়ার জগুদাসপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় ফ্ল্যাটটি সিল করে দিয়ে যায়।

ইডি দেওয়া তালা ভেঙে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে ঢুকে পড়লেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানান, তদন্তকারী সংস্থার অনুমতি নিয়ে তিনি ফ্ল্যাটের তালা ভেঙেছেন।

গত ১০ মার্চ হুগলির প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনুকে গ্রেফতার করে ইডি। ১৮ মার্চ তাঁর চুঁচুড়ার জগুদাসপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক তালা প্রস্তুতকারীকে ডেকে তাঁর দরজার স্মার্টলক ভাঙা হয়। তল্লাশির পর সেখানে একটি হ্যাশবোল্ট লাগিয়ে দেওয়া হয়। রবিবার সেই ফ্ল্যাটের সিল ভেঙে ঘরে ঢোকেন প্রিয়াঙ্কা।

(পড়তে পারেন: 'চোর তাড়াও, বেহালা বাঁচাও,'পোস্টারে ছয়লাপ, পার্থর নাম না করে ছড়া বলছেন কারা?

ইডি জানিয়েছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত শান্তনু কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। স্ত্রী ছাড়া একাধিক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানাধীন ব্যবসার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। শুধু প্রাথমিক নিয়োগ দুর্নীতি নয় একাধিক বেআইনি নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন শান্তনু। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাকেও একাধিকবার তলব করে ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। তাঁর নামে যে সমস্ত সংস্থা রয়েছে সেগুলির উপর নজর রয়েছে তদন্তকারী সংস্থার।

বন্ধ করুন