বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শৌচাগার হয়নি শতাব্দীকে ঘিরে বিক্ষোভ, সাংসদের সাফাইয়ে স্বীকৃতি পেল BJP-র অভিযোগ

শৌচাগার হয়নি শতাব্দীকে ঘিরে বিক্ষোভ, সাংসদের সাফাইয়ে স্বীকৃতি পেল BJP-র অভিযোগ

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়।

এদিন শতাব্দীকে ঘিরে বিক্ষোভ দেখান মূলত মহিলারা। তাঁদের অভিযোগ, বাড়িতে শৌচাগার পাননি তাঁরা। প্রকৃত প্রাপকরা আবাস যোজনায় ঘর পাননি। এমনকী বিধবা ও বার্ধক্য ভাতাও পাচ্ছেন না অনেকে।

দিদির দূত হয়ে গ্রামে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন মহম্মদবাজারের মকদমপুরে মহিলাদের বিক্ষোভের সামনে পড়েন তিনি। এই নিয়ে পর পর ২ দিন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হল শতাব্দীকে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সাংসদ।

এদিন শতাব্দীকে ঘিরে বিক্ষোভ দেখান মূলত মহিলারা। তাঁদের অভিযোগ, বাড়িতে শৌচাগার পাননি তাঁরা। প্রকৃত প্রাপকরা আবাস যোজনায় ঘর পাননি। এমনকী বিধবা ও বার্ধক্য ভাতাও পাচ্ছেন না অনেকে। অভিযোগ শুনে শতাব্দী বলেন, এই গ্রামে ৯৯ শতাংশ বাড়িতে শৌচাগার নির্মাণ শেষ হয়েছে বলে বৈঠকে আমাকে জানানো হয়েছিল। তার পরও কেন অভিযোগ উঠছে তা খতিয়ে দেখব।

রবিবার গ্রাম পরিদর্শনে বেরিয়ে পাড়সুন্ডি পঞ্চায়েতের জামালপুর গ্রামে রাস্তার বেহাল দশা নিয়ে শতাব্দীকে ঘিরে বিক্ষোভ দেখানে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বারবার তদ্বির করেও কোনও কাজ হয়নি। তবে এব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি শতাব্দী।

তবে এদিন শতাব্দীর মন্তব্যে বিজেপির দাবি, সাংসদের মন্তব্যে আমাদের দাবিই স্বীকৃতি পেল। তৃণমূল খাতায় কলমে কাজ হয়েছে বলে দেখিয়ে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠ করছে। ‘স্বচ্ছ ভারত প্রকল্প’এর অধীনে শৌচাগার তৈরির টাকা দেয় কেন্দ্র। সাংসদ নিজে বলছেন, খাতায় কলমে ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে। ওদিকে গ্রামবাসীরা বলছেন শৌচাগার পাইনি।

 

বন্ধ করুন