সংবাদমাধ্যমের সামনে তৃণমূল নেতাকে নিগ্রহে গ্রেফতার সন্দেশখালির প্রতিবাদী গীতা বরের স্বামী। তাঁর দাবি, তৃণমূলে যোগদান করতে রাজি না হওয়ায় পুলিশকে দিয়ে ভুয়ো অভিযোগ দায়ের করে তাঁর স্ত্রীকে গ্রেফতার করিয়েছে তৃণমূল।
আরও পড়ুন: 'TMC-তে ভোট দিচ্ছে, বিজেতিতে যাচ্ছে,' চতুর্থ দফা মিটতেই ইভিএম নিয়ে অভিযোগ মমতার
পড়তে থাকুন: গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
সন্দেশখালির কাঠপোল এলাকায় একটি কাঁচা ঘরের বাসিন্দা গীতা। পেশায় পরিচারিকা এই বধূর স্বামী বিশেষভাবে সক্ষম। আন্দোলনের প্রথম থেকেই সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় মহিলাদের সংগঠিত করতে দেখা গিয়েছে তাঁকে। সেই গীতাকে গত রবিবার রাতে তৃণমূল নেতা দিলীপ মল্লিককে গণপিটুনির ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। গীতার গ্রেফতারির প্রতিবাদে সোমবার বিকেলে কাঠপোলে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন মহিলারা। তাদের অভিযোগ, সন্দেশখালির ঘটনায় অভিযুক্ত শাহজাহাঁর ভাই সিরাজকে পুলিশ এখনো গ্রেফতার করেনি। ওদিকে প্রতিবাদীদের ভুয়ো মামলা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে তারা।
স্ত্রীর গ্রেফতারির পর সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গীতার স্বামী বলেন, ওর ওপর অনেকদিন ধরেই তৃণমূলে যোগদানের প্রস্তাব আসছিল। কিন্তু প্রতিবাদীদের পাশ থেকে সরতে রাজি ছিল না গীতা। তৃণমূলের একাধিক নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তৃণমূলে যোগদানের বিনিময়ে ৪ লক্ষ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। কিন্তু গীতা রাজি হয়নি। তাই তাঁকে ভুয়ো মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার সন্দেশখালিতে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। এক বিজেপি কর্মীর গ্রেফতারির প্রতিবাদে সন্দেশখালি থানার সামনে রেখা পাত্রের নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। এরই মধ্যে একদল প্রতিবাদী মহিলা খুলনা গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন। সেখানে ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূল নেতা দিলীপ মল্লিক। প্রতিবাদীদের অভিযোগ, দিলীপ মল্লিকই সন্দেশখালির মহিলাদের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে ভিডিয়ো বানিয়েছেন। এর পর দিলীপ মল্লিক ও তাঁর এক অনুগামীকে বেধড়ক মারধর করেন প্রতিবাদী মহিলারা। সেই ঘটনায় বুধবার পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন গীতা বরও।
আরও পড়ুন: একই কেন্দ্রে বিজেপির ২ প্রার্থীর মনোনয়ন, বারাসতে প্রকাশ্যে দলের গোষ্ঠীকোন্দল
গীতার গ্রেফতারি নিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সন্দেশখালির মহিলাদের আন্দোলনকে শেষ কারার চেষ্টা করছে তৃণমূল। এরা এভাবে আমাদের দমাতে পারবে না।