বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > টিটেনাস নিতে এসেছিলেন, দেওয়া হল কুকুরে কামড়ানোর ইনজেকশন!

টিটেনাস নিতে এসেছিলেন, দেওয়া হল কুকুরে কামড়ানোর ইনজেকশন!

হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ছবি

হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, ‘‌কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’‌ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার তৃণমূলের ব্লক সভাপতি।

‌কাঁচিতে হাত কেটে গিয়েছিল মহিলার। টিটেনাস নিতে নিয়ে আসা হয়েছিল সরকারি হাসপাতালে। কিন্তু তাঁকে কুকুরে কামড়ানোর ইনজেকশন দেওয়া হয়। আর এতেই ওই মহিলা আরও অসুস্থ হয়ে যান ও বার বার বমি করতে শুরু করেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনাটি সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা সঙ্গীতা গুপ্তা একটা সেলাইয়ের দোকানে কাজ করেন। কাজ করতে গিয়ে কাঁচিতে তাঁর হাতের তালু কেটে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেথানে তাঁকে ভুলবশত টিটেনাসের বদলে কুকুরে কামড়ানোর ইনজেকশন দেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত নার্স এই ভুলটি করেছেন বলে জানা যায়। এরপরই সঙ্গীতা বাড়িতে ফিরে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকবার বমিও করে ফেলেন তিনি। মাথাও ঘুরতে থাকে তাঁর। পরিবারের সদস্যদের অভিযোগ, ভুল ইনজেনশন দেওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন সঙ্গীতা। রোগীর সঙ্গে এইরকমভাবে ছিনিমিনি খেলা হচ্ছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

এই প্রসঙ্গে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, ‘‌কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’‌ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার তৃণমূলের ব্লক সভাপতি। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্য জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে বেহাল দশা নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।

বন্ধ করুন