রেশন দুর্নীতি ও ইডির ওপর হামলায় অভিযুক্ত তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহান কি জেলে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন? সরবেড়িয়ার এক ব্যবসায়ীর অভিযোগে এই প্রশ্ন উঠেছে। ওই ব্যবসায়ীর জেলে বসে নিজেকে শাহজাহান পরিচয় দিয়ে তাঁকে হুমকি দিয়েছেন এক ব্যক্তি। গোটা ঘটনা জানিয়ে ইডিকে চিঠি লিখেছেন তিনি। এমনকী মৌখিকভাবে জানিয়েছেন স্থানীয় ন্যাজাট থানাকে।
আরও পড়ুন - বোনাস বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! কত টাকা দেবে বাংলা? কারা কারা পাবেন? রইল সবটা
পড়তে থাকুন - ‘২০০৯ সালে কেন তাঁর সাথে আর কাউকে বাঙালি কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হতে দেননি মমতা?’
আরও পড়ুন - ‘দলের থেকে জাত আগে’ মন্তব্যের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন
সরবেড়িয়ার ব্যবসায়ী রবিন মণ্ডলের দাবি, দিন কয়েক আগে তাঁর কাছে আসেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত মফিজুল মোল্লা। রবিনবাবুকে একটি মোবাইল ফোন এগিয়ে দিয়ে তিনি বলেন, তোমার সঙ্গে ভাই কথা বলবে। রবিনবাবু জানতে চান কোন ভাই? এর পর ফোন কানে দিতেই উলটো দিক থেকে ভেসে আসে, আমি শেখ শাহজাহান বলছি। রবিনবাবু বলেন, ‘ফোনে শেখ শাহজাহান বলে তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস। তোদের বাড়ি ঘর ভাঙচুর করে দেব। বোম মারব। বাড়িছাড়া করব। এর জেরে আমরা আতঙ্কিত। আমরা ইডির দফতরে গিয়ে গোটা ঘটনার কথা জানিয়েছি। ইডি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক।’
বলে রাখি, সন্দেশখালির সরবেড়িয়ায় রয়েছে বিশাল শেখ শাহজাহান মার্কেট। অভিযোগ, মণ্ডল পরিবারের জমি দখল করে ২০১১ সালে ওই মার্কেট বানিয়েছিল শেখ শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে তদন্তে নেমে মণ্ডল পরিবারের সঙ্গে কথাও বলেন ইডির আধিকারিকরা।
এই ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি বসিরহাট জেলে বন্দি শেখ শাহজাহান ফোন ব্যবহার করছে? জেলে বসেই নিয়মিত পরিবারের সদস্য ও অনুগামীদের সঙ্গে যোগাযোগ রাখছে সে? এবার দেখার রবিনবাবু অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে ইডি।