গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা রুখে দিয়েছে তাঁর দায়ের করা FIR. সেই FIR জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাঁর প্রাণনাশের চেষ্টার অভিযোগ করেছেন বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডল। ইতিমধ্যে অভিযোগপত্রে উল্লেখ করা ঘটনার দিনের সঙ্গে সংবাদমাধ্যমের সামনে দেওয়া তাঁর বয়ানে গরমিল ধরা পড়েছে। ওদিকে যে পার্টি অফিসে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করছেন, এবার সেই কথ অস্বীকার করলেন সেখানকার কেয়ারটেকারও।
শিবঠাকুরের দাবি, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানের পরিকল্পনা করছিলেন তিনি। তখন অনুব্রত তাঁকে একদিন দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠান। পার্টি অফিসে গেলে তাঁর গলা টিপে ধরেন অনুব্রত।
এদিন সেই পার্টি অফিসের কেয়ারটেকার জানিয়েছেন, পার্টি অফিসে অনুব্রত মণ্ডল ও শিবঠাকুর মণ্ডলকে আসতে দেখেছেন তিনি। তবে শিবঠাকুরবাবুকে অনুব্রতবাবু মারধর করেছেন বা গলা টিপে ধরেছেন এমন কথা জানেন না তিনি।
ওদিকে FIR-এ শিবঠাকুরবাবু দাবি করেছেন তাঁর সঙ্গে ঘটনাটি ঘটেছে মে মাসে। কিন্তু সংবাদমাধ্যমের কাছে তিনি উল্লেখ করেছেন ঘটনা ঘটেছে বিধানসভা ভোটের আগে। ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় ২৭ মার্চ।