বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Partha Chatterjee: ‘ওকে আমি এরকমভাবে দেখতে চাইনি’ পার্থকে নিয়ে দুঃখ প্রকাশ করলেন শোভনদেব

Partha Chatterjee: ‘ওকে আমি এরকমভাবে দেখতে চাইনি’ পার্থকে নিয়ে দুঃখ প্রকাশ করলেন শোভনদেব

পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ফাইল ছবি

আশুতোষ কলেজে পড়াশোনা সূত্রেই পার্থ সঙ্গে পরিচয় হয়েছিল শোভনদেবের। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায় শোভন দেবের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। পার্থকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শোভনদেন বলেন, ‘ওর সঙ্গে যখন প্রথম দেখা হয় তখন ওর চেহারা ছিল রোগা। ফেঞ্চকাট দাড়িওয়ালা ওই ছেলেটি আমার বাড়িতে এসেছিল।’

এসএসসি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে নিয়ে এতদিন পর মুখ খুললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল খড়দহে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে পার্থর গ্রেফতারি নিয়ে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, পার্থকে আমি এরকমভাবে দেখতে চাইনি। ওর জন্য দেবের এই বক্তব্যের পরে শুরু হয়েছে জল্পনা কেন তিনি এ কথা বললেন তা নিয়ে এখন চলছে জোর চর্চা।

আশুতোষ কলেজে পড়াশোনা সূত্রেই পার্থর সঙ্গে পরিচয় হয়েছিল শোভনদেবের। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায় শোভন দেবের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। পার্থকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শোভনদেন বলেন, ‘ওর সঙ্গে যখন প্রথম দেখা হয় তখন ওর চেহারা ছিল রোগা। ফেঞ্চকাট দাড়িওয়ালা ওই ছেলেটি আমার বাড়িতে এসেছিল। আমি তার নাম জিজ্ঞেস করলাম তারপরে জিজ্ঞেস করলাম তুমি রাজনীতি করতে পারবে তো? তাতেও রাজি হয়েছিল। সেদিন পাত্রকে আমি রাজনীতি করার সাহসটা দেখেছিলাম। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ডিএসওর থেকে আশুতোষ কলেজের ইউনিয়ন ছিনিয়ে নেওয়া হয়।’

পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি তার কতটা স্নেহ ছিল সে কথা বোঝাতে গিয়ে শোভনদেব বলেন, ‘পার্থর গায়ে কেউ যাতে হাত তুলতে না পারে তার জন্য আমি প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম। ফলে পার্থর প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে।’ যদিও এসএসসি দুর্নীতি নিয়ে কোনও মন্তব্য করেননি শোভোনদেব। তিনি বলেন, ‘দল যা সিদ্ধান্ত নিয়েছে তা আমি মেনে নেব। তবে ব্যক্তিগতভাবে পার্থর এই অবস্থা নিয়ে আমি দুঃখ পেয়েছি। পার্থকে আমি এভাবে দেখতে চাইনি।’ সেই সঙ্গে কলেজে ছাত্রাবস্থায় কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল সেকথাও তুলে ধরেন শোভনদেব।

বন্ধ করুন