নিজের খাসতালুক ভাটপাড়ার মেঘনা মোড়ে বিজেপি নেতা অর্জুন সিংকে গুলি চালানোর অভিযোগ। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও তৃণমূলের দাবি, গুলি চালিয়েছেন অর্জুন সিং। তাতে গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূলকর্মী।
আরও পড়ুন - বিজেপির ভোটারদের পেটাতে শান্তির ছেলেদের পোলিং এজেন্ট করে তৃণমূল: শুভেন্দু
আরও পড়ুন - ফের বেনিয়ম! রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট
আরও পড়ুন - সুপারিশ তালিকায় একাধিক প্রভাবশালীর নাম, সিবিআইয়ের ডাক পড়তে পারে যে কোনও দিন
জানা গিয়েছে, বুধবার মেঘনা জুটমিলের শ্রমিকদের ২টি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হচ্ছিল। খবর পেয়ে অনুগামীদের নিয়ে সেখানে পৌঁছন অর্জুন সিং। সেখানে আগে থেকেই হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। অভিযোগ, গণ্ডগোল চলাকালীনই অর্জুনকে লক্ষ্য করে গুলি চালায় নমিতের এক অনুগামী। যদিও গুলি অর্জুন সিংয়ের গায়ে লাগেনি। এর পর নমিত ও তাঁর অনুগামীদের তাড়া করে অর্জুন ও তার দলবল। তাড়া খেয়ে পালানোর সময় নমিত সিংয়ের এক অনুগামী আহত হয় বলে দাবি।
যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজে। তাতে গুলিবিদ্ধ হয়েছেন সাজ্জাদ নামে নমিত সিংয়ের এক অনুগামী।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে মেঘনা মোড়ে চরম উত্তেজনা ছড়ায়। অর্জুন সিং বলেন, রাতে আমি বাড়ির সামনে গুলি চলার শব্দ পেয়ে বাইরে যাই। তখনই আমাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল। বরাত জোরে আমি বেঁচে গিয়েছি।
ওদিকে ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি, বুধবারই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হয়েছে। সেই ঈর্ষা থেকে হামলা চালিয়েছেন অর্জুন ও তাঁর অনুগামীরা।