বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Shootout at Durgapur: দুর্গাপুরে সিটি সেন্টারের কাছে আবাসনে শ্যুটআউট, গুলিতে ফুটো হল দেওয়াল

Shootout at Durgapur: দুর্গাপুরে সিটি সেন্টারের কাছে আবাসনে শ্যুটআউট, গুলিতে ফুটো হল দেওয়াল

সিটি সেন্টারের কাছে অম্বুজা আবাসনে চলে গুলি। ইনসেটে দেওয়ালে গুলির দাগ। (নিজস্ব চিত্র)

অভিজাত এলাকায় এরকম শ্যুটআউটের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।

দুর্গাপুর শহরের অন্যতম অভিজাত এলাকায় চলল গুলি। সিটি সেন্টারের কাছে অম্বুজায় একটি বেসরকারি পরিববহণ অফিসে গুলি চলে। গুলিতে কেউ হতাহত না হলেও এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিজাত এলাকায় এরকম শ্যুটআউটের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।

পুলিস সূত্রে খবর, রাত এগারোটা নাগাদ  এক দল দুষ্কৃতী পরিবহণ অফিসে ঢুকে গুলি চালায়। সেই সময় বেঙ্গল অম্বুজার আবাসনে ওই পরিবহণ অফিসে বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ী বসেছিলেন। সেই কয়লা ব্যবসায়ীদের লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। গুলি কারও গায়ে না লাগলেও ওই বাড়ির দেওয়ালে লাগে। গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

আরও পডুন: রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু, দরজা ভাঙতেই মিলল ঝুলন্ত দেহ

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওইখানে বসেছিলে কয়লা ব্যবসায়ী রিতেশ সিং-এর ভাই লোকেশ সিং। তাঁকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রায় ২ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত এর কিনারা হবে।

বন্ধ করুন
Live Score